প্রতিবেদন : না, ফুটবল ‘ঘরে’ ফিরল না এবারও। ফিরতে দিল না স্পেন। ইংল্যান্ডের ৫৮ বছরের অপেক্ষা বাড়িয়ে ১২ বছর পর ইউরো কাপ জিতল স্প্যানিশ ব্রিগেড। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে চারবার ইউরোপ (Euro 2024) সেরা হওয়ার কীর্তি গড়ল স্পেন। সোমবার একই দিনে আরও এক মহাদেশীয় টুর্নামেন্ট কোপা আমেরিকার খেতাব ধরে রেখে নজির গড়ল লিওনেল মেসির আর্জেন্টিনা। ১২০ মিনিটের রুদ্ধশ্বাস ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারায় বিশ্ব চ্যাম্পিয়নরা। সুপারসাব লউতারো মার্টিনেজের অতিরিক্ত সময়ের গোলে শেষ হাসি মেসিদের। স্পেনের জয়ে দুই গোলদাতা নিকো উইলিয়ামস ও মিকেল ওয়ারজাবাল ছাড়াও ইউরোর বিস্ময় বালক লামিনে ইয়ামালও হাজার ওয়াটের আলো ছড়িয়েছেন ম্যাচে। ১৬ বছরের ইয়ামাল ইউরোর ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলারের পুরস্কার পেলেন। রেকর্ড ১৬বার কোপা জয়ের পাশাপাশি স্পেনের পর দ্বিতীয় দল হিসেবে টানা তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট জয়ের নজির গড়ল আর্জেন্টিনা। ফাইনালে ৬৩ মিনিটে গোড়ালিতে চোট পেয়ে চোখের জলে মাঠ ছাড়েন মেসি। তবে আর্জেন্টিনা ক্যাপ্টেনের হতাশা ভুলিয়ে দিয়েছেন মার্টিনেজ। অতিরিক্ত সময়ের ১১২ মিনিটে জয়সূচক গোল ইন্টার মিলান ফরোয়ার্ডের।