প্রতিবেদন: সুপ্রিম কোর্টের বিচারপতি কে ভি বিশ্বনাথন বলেছেন, জলবায়ু পরিবর্তন আমাদের অস্তিত্বের পক্ষে গুরুতর হুমকি। এই সমস্যার সমাধানে নীতি আয়োগের মতো একটি স্থায়ী কমিশন দেশে প্রতিষ্ঠা করা হোক। আইনজীবী যতিন্দর চিমার ‘জলবায়ু পরিবর্তন: নীতি, আইন এবং অনুশীলন’ বইটির উদ্বোধন করে বিচারপতি বিশ্বনাথন বলেন, জলবায়ু পরিবর্তন এই মুহূর্তে একটি ভয়াবহ সমস্যা। অতিরঞ্জন ছাড়াই এবং কোনও শঙ্কা তৈরি না করেই এটি আমাদের অস্তিত্বের পক্ষে গুরুতর হুমকি। আমাদের দেশের জন্য নীতি আয়োগের আদলে একটি স্থায়ী জলবায়ু পরিবর্তন কমিশন গঠন প্রয়োজনীয়। যাতে পর্যায়ক্রমে সমস্ত স্টেকহোল্ডাররা এই সমস্যাটি সমাধান করতে পারবে এবং সমস্ত দিক থেকে সমস্যা সমাধানের জন্য অগ্রবর্তী ব্যবস্থাগুলিকে চাপ দিতে থাকবে।
আরও পড়ুন-রত্নভাণ্ডারে নাগরাজ, সম্পূর্ণ গুজব
বিচারপতি বিশ্বনাথন বলেছেন যে জলবায়ু পরিবর্তন রোধে বিস্তৃত আইনের কাঠামো নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে একটি তুমুল বিতর্ক রয়েছে যা ভারতের গ্রহণ করা উচিত। তিনি বলেন, শুধুমাত্র গত সপ্তাহে আইনের প্রকৃতির উপর বিশিষ্ট সংবাদপত্রে দুটি সম্পাদকীয় প্রকাশিত হয়েছে। সেখানে বিশ্লেষণ করা হয়েছে যে কীভাবে কিছু উন্নত দেশ তাদের আইনগুলিকে শুধুমাত্র কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের উপর ফোকাস করার জন্য তৈরি করেছে। কিন্তু ভারতের মতো একটি উন্নয়নশীল দেশে সেই মডেল উপযুক্ত নাও হতে পারে। বিচারপতির প্রস্তাব, এমন একটি নিয়ন্ত্রক মডেল তৈরি করা হোক যেখানে উন্নয়ন অব্যাহত রেখে কার্বন নিঃসরণ ঘটে এমন সমস্ত উন্নয়ন প্রতিরোধ করা যাবে। আমরা উন্নয়নের সঙ্গে আপস করতে পারি না। সার্বিক উন্নয়ন ও কার্বন নিঃসরণ প্রতিরোধে মেলবন্ধন করাই আসল চ্যালেঞ্জ।