‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
ফড়িং
জঙ্গল ঘিরে
জলফড়িং ঘুরে বেড়াচ্ছে
প্রকাশ্যে।
নানান নামে, পরিচয়ে
বাতাসে।
সবুজ নীলকান্ত, মরিচকান্ত,
বামন রক্তপুচ্ছ,
টিয়াকান্ত, কর্ণিকপুচ্ছ,
আর রক্তপুচ্ছ।
দেবসেনা, নীলসেনা,
চুনীসেনা,
রক্তিমসেনা, গোধূলিসেনা,
চূর্ণিসেনা,
সবুজসেনা, তিতলিপাখ,
কমলাবরন
কাঞ্চনবরন, তাম্রবরন,
আর স্ফটিকবরন।
মেঘলাপাখ, কুসুম
কৃষ্ণবাহন,
বৃষ্টিবাহন,
পাথরিয়া বৃষ্টিবাহন।
কৃষ্ণপান্না, বনপান্না
আছে আকাশমানিক,
তামটবান, নীলবান
আর লালমানিক
তৃণশর, শ্বেতশর
স্বর্ণশর, কেশরশর,
ত্রিবর্ণশর, লোহিতশেন
ও নীলশর।
এছাড়াও আছে
নীলকণ্ঠি, কেশরীমুখ,
সিন্দুরিয়া,
এরই মাঝে যমজফুটকি
সবই ফড়িং আহা।