মঙ্গলবার রাতে অর্থাৎ ১৬ই জুলাই আম্বালাঙ্গোদায় নিজের বাড়িতেই শ্রীলঙ্কার (Srilanka) প্রাক্তন ক্রিকেটার ধাম্মিকা নিরোশানকে (Dhammika Niroshana) গুলি করে খুন করা হয়েছে। এমন এক ঘটনায় বিশ্ব এবং শ্রীলঙ্কা ক্রিকেট দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় পুলিশ এই মর্মে জানান একজন অজ্ঞাত হামলাকারী নিরোশানের বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে। সেই সময়ে ধাম্মিকা নিরোশান তাঁর স্ত্রী এবং দুই সন্তানের সঙ্গে ছিলেন। যদিও এই ঘটনায় স্ত্রী ও সন্তানরা অক্ষত আছেন।
ঠিক কী কারণে নিরোশানকে এভাবে গুলি করা হয় সেটা এখনও স্পষ্ট নয়। সন্দেহভাজন ঘটনার পর থেকে পলাতক । আম্বালাঙ্গোদা পুলিশ অপরাধীকে ধরার চেষ্টা করছে এবং মামলার তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের তরফে জানা গিয়েছে অভিযুক্ত ১২ বোরের বন্দুক নিয়ে এসেছিল। প্রসঙ্গত, ৪১ বছরের নিরোশান অনূর্ধ্ব-১৯ স্তরে শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করেছিলেন। ২০০০ সালে সিঙ্গাপুরের বিরুদ্ধে তিনি প্রথম মাঠে নামেন। তিনি দুই বছর অনূর্ধ্ব-১৯ টেস্ট এবং ওডিআই ক্রিকেট খেলেছেন এবং দশবার দলের অধিনায়কত্ব করেছেন। ২০০২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি শ্রীলঙ্কার নেতৃত্ব দেন। শুধু তাই নয়, নিরোশান ২০০২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৫ ইনিংসে ১৯.২৮ গড়ে সাত উইকেট নিয়েছিলেন।