প্রতিবেদন : শিয়রে দুর্গাপুজো (Durga Puja 2024)। হাতে বাকি একশো দিনেরও কম সময়। ইতিমধ্যেই শহরের বিভিন্ন পুজো কমিটির খুঁটিপুজো শুরু হয়ে গিয়েছে। এবার সুষ্ঠুভাবে দুর্গোৎসব পালনে কোমর বাঁধছে প্রশাসনও। আগামী মঙ্গলবার বিভিন্ন দুর্গাপুজো (Durga Puja 2024) কমিটিগুলির প্রতিনিধিদের নিয়ে নেতাজি ইনডোর স্টেডিয়ামে মেগা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। একইসঙ্গে দমকল, কলকাতা পুরসভা, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, সিইএসসি-র মতো সংস্থার প্রতিনিধিরাও থাকবেন। পুজো কমিটিগুলির কর্তাদের পাশাপাশি সর্বধর্মের প্রতিনিধিত্বও থাকবে। পুজোর দিনগুলিতে পুলিশ-প্রশাসন ও পুজো কমিটিগুলির সমন্বয় করে সুষ্ঠুভাবে উৎসব পালনের লক্ষ্যেই এই বৈঠক। রাজ্য তথা পুলিশ-প্রশাসন কমিটিগুলির কাছ থেকে কী রকম সহযোগিতা চাইছে, বৈঠকে সেই বিষয়েও আলোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছর বারোয়ারি পুজো কমিটিগুলির জন্য সরকারি অনুদান থেকে শুরু করে বিদ্যুতের বিল সংক্রান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এবারও তেমনই ঘোষণার আশায় পুজো উদ্যোক্তরা।