নয়াদিল্লি, ১৭ জুলাই : দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক (Olympics) শুরু হতে আর দশটা দিনও বাকি নেই। এর মধ্যেই বুধবার ভারতের হয়ে প্যারিসে প্রতিনিধিত্ব করতে চলা ১১৭ জনের নাম নিশ্চিত করল ভারতীয় অলিম্পিক সংস্থা। তবে এই তালিকা থেকে বাদ পড়েছেন বাংলার শট পুটার আভা খাটুয়া।
কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক অনুমোদন দিতেই ১১৭ জন অ্যাথলিটের নাম সরকারি ভাবে ঘোষণা করেছে আইওএ। সঙ্গে জানানো হয়েছে, ১৪০ জন সাপোর্ট স্টাফ প্যারিসে যাবেন। তাঁদের মধ্যে ব্যক্তিগত ৭২ জন স্টাফের দায়িত্ব নেবেন ভারত সরকার। ২৯ জন অ্যাথলিটদের মধ্যে ১১ জন রয়েছেন মহিলা। শ্যুটিং দলে রয়েছেন ২১ জন। হকি দলে ১৯ জন খেলোয়াড়। টেবল টেনিস বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবেন ৮ জন।
অন্যদিকে, ব্যাডমিন্টন বিভাগে রিও এবং টোকিও অলিম্পিকে (Olympics) পদকজয়ী পিভি সিন্ধু-সহ রয়েছেন সাত শাটলার। ছয়জন করে রয়েছেন কুস্তি, বক্সিং ও তিরন্দাজি বিভাগে। টেনিসে তিনজন, গল্ফে চারজন। এছাড়াও সাঁতারে দুজন, ভারোত্তোলন, জুডো, রোয়িংয়ের মতো খেলায় একজন করে প্রতিনিধিত্ব করবেন।
কিন্তু বঙ্গকন্যা আভা কেন তালিকা থেকে বাদ পড়লেন সেই সম্পর্কে কিছু জানায়নি ভারতীয় অলিম্পিক সংস্থা। বিশ্ব ক্রমতালিকায় নিজের স্থান নিশ্চিত করেই প্যারিসের টিকিট পেয়েছিলেন আভা। তাঁকে ঘিরেও তৈরি হয়েছিল পদক জয়ের স্বপ্ন। কিন্তু আইওএ-র চূড়ান্ত তালিকায় নাম না থাকায় অলিম্পিকে অংশগ্রহণের কোনও সম্ভবনা রইল না তাঁর। উল্লেখ্য, ২০২০ টোকিও অলিম্পিকে ১১৯ জন অংশ নিয়েছিলেন। সেবার একটি সোনা, দুটি রুপো ও চারটি ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস তৈরি করেছিল ভারত।