প্রতিবেদন : পড়ুয়া এবং অভিভাবকদের অনুরোধে বাড়ানো হল স্নাতক স্তরে ভর্তির সময়সীমা। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে উচ্চ শিক্ষা দফতর। ১৮ জুলাই সেই ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় বাড়িয়ে ১৯ জুলাই পর্যন্ত করা হয়েছে। এছাড়াও প্রথম পর্যায়ে কলেজগুলোকে আসন বণ্টনের যে সময় দেওয়া হয়েছিল তার সময় ২৩ জুলাই থেকে বাড়িয়ে ২৪ জুলাই করা হয়েছে। একইভাবে পড়ুয়াদের কলেজে গিয়ে সশরীরে ভেরিফিকেশন করার দিন ৩১ জুলাই থেকে ৬ অগাস্ট পর্যন্ত করা হয়েছে।
আরও পড়ুন-শিল্প-কর্মসংস্থানে জোয়ার এসেছে ২০২৪-এর প্রথম দু’মাসেই