আবারও ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Dibrugarh Express Accident)। বৃহস্পতিবার, উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের ১০ থেকে ১২টি বগি। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে ২ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, এসি কোচের পরিস্থিতি বেশি খারাপ। যাত্রীরা নিজেরাই বেরিয়ে আসার চেষ্টা করেছেন।
আরও পড়ুন: আমেরিকায় নির্বাচন: কোভিডে আক্রান্ত বাইডেন, একহাত নিলেন ট্রাম্পকেও
এদিন দুপুরে গোন্ডার কাছে ঝিলাহি রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস (Dibrugarh Express Accident)। ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেন থামার সঙ্গে সঙ্গে যাত্রীরা বেরিয়ে আসার চেষ্টা করেন। ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উচ্চ পদস্থ আধিকারিক ও উদ্ধারকারী দল।
বুধবার রাত ১১টা ৩৯ মিনিটে চণ্ডীগড় থেকে ছাড়ে ডিব্রুগড় এক্সপ্রেস। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ গোন্ডা ও বস্তির মধ্যে ঝিলাহি স্টেশনের কাছে লাইনচ্যুত হয় ট্রেনটি। ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে চিৎকার করতে শুরু করেন যাত্রীরা। ট্রেন থামার সঙ্গে সঙ্গে যাত্রীরা বেরিয়ে আসার চেষ্টা করেন। ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উচ্চ পদস্থ আধিকারিক ও উদ্ধারকারী দল। এসি কামরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
রেলের তরফে খবরাখবরের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
গুয়াহাটি স্টেশনের হেল্পলাইন নম্বর
• ০৩৬১-২৭৩১৬২১
• ০৩৬১-২৭৩১৬২২
• ০৩৬১-২৭৩১৬২৩
উত্তর পূর্ব রেলের তরফে একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
• ডিব্রুগড়: ৯৯৫৭৫৫৫৯৬০
• তিনসুকিয়া: ৯৯৫৭৫৫৫৯৫৯
• সিমালগুড়ি: ৮৭৮৯৫৪৩৭৯৮
• মারিয়ানি: ৬০০১৮৮২৪১০
• ফুরকাটিং: ৯৯৫৭৫৫৫৯৬৬
• কমার্শিয়াল কন্ট্রোল: ৯৯৫৭৫৫৫৯৮৪
কী কারণে দুর্ঘটনা- সেটি এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠিয়েছে উত্তরপ্রদেশ সরকার। যুদ্ধকালীন তৎপরতায় আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজ শুরু হয়েছে। বেশ কয়েকজনকে ইতিমধ্যেই উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।
১৭ জুন উত্তরবঙ্গের চটেরহাট এবং রাঙাপানি স্টেশনের মধ্যে ভয়াববৃহ দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ওই দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘার গার্ড এবং মালগাড়ির চালক-সহ মোট ১০ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ৫০ জন। এবার দুর্ঘটনাগ্রস্ত হল ডিব্রুগড় এক্সপ্রেস। এই ঘটানায় ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা। পর পর মাসে ট্রেন দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে।