প্রতিবেদন : এই হচ্ছে ত্রিপুরা সরকার। তৃনমূল কংগ্রেস কর্মীদের আক্রমণ করা, বাড়ি-গাড়ি ভাঙচুর করা, সভা ভণ্ডুল, হুমকির পর এবার তৃণমূল কংগ্রেসকে রুখতে বিপ্লব দেব নামালেন সরকারি কর্মীদের। ত্রিপুরায় বিজেপি সরকারের তৃণমূল ভীতি এখন এমন জায়গায় পৌঁছেছে যে এবার তৃণমূলের ফ্ল্যাগ খুলে নেওয়া শুরু হল। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও ট্যুইট করেছেন। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, আগরতলায় সরকারি গাড়িতে চেপে গভীর রাতে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ খোলা হচ্ছে। অভিষেকের প্রশ্ন, এটা কোন ধরণের বিচার? লজ্জা হওয়া উচিত মুখ্যমন্ত্রীর। সুপ্রিম কোর্ট সন্ত্রাস বন্ধ করতে এবং প্রচারে বাধা না দেওয়ার নির্দেশের পরেও নির্বিকার, লাজ-লজ্জাবিহীন ত্রিপুরা সরকার। উপেক্ষিত দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ। মানুষ এর বিচার করবেন।নির্বাচনী বিধিকে নির্লজ্জভাবে লঙ্ঘন করে সরকারি পরিকাঠামোকে কীভাবে বিরোধীদের দমনে ব্যবহার করা হচ্ছে তার নজির এই ভিডিও।