ক্যাম্পাসে বন্ধ বিক্ষোভ কর্মসূচি, জানাল জেএনইউ

Must read

ক্যাম্পাসে আর কোনও বিক্ষোভ কর্মসূচি করা যাবে না। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়ে দিল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)।

দিন কয়েক আগে বিশ্ববিদ্যালয় (JNU) ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি নিয়ে হাইকোর্টে মামলা উঠেছিল। আদালত নির্দেশ দিয়েছিল, শিক্ষা প্রতিষ্ঠানে কোনও বিক্ষোভ কর্মসূচি করা যাবে না। আদালতের এই নির্দেশের কথা স্মরণ করিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশাসনিক ভবনের ১০০ মিটারের মধ্যে বিক্ষোভ-ধর্না এবং জমায়েত কর্মসূচি করা যাবে না। এই নির্দেশ অমান্য করলে করা পদক্ষেপ গ্রহণের কথাও বলা হয়েছে।

আরও পড়ুন- বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি বিভ্রাট! বিপর্যস্ত বিমান-ব্যাঙ্কিং-মিডিয়া-সহ বিভিন্ন সেক্টর

মাস দুয়েক আগে অর্থাৎ এপ্রিল মাসে জেএনইউ ক্যাম্পাসের মধ্যে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল। আরও অভিযোগ ছিল, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে ঘটনা ঘটায় কেন কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি। এর প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে জেএনইউ ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেছিলেন এক পড়ুয়া। শোরগোলও কম হয়নি এই নিয়ে।

Latest article