প্রতিবেদন: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ সরছে ওড়িশার দিকে। শনিবার সকালে এটি পুরীর কাছাকাছি ওড়িশা উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। পরবর্তী ২৪ ঘন্টায় এটি শক্তি ক্ষয় করে পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ছত্রিশগড়ের দিকে অবস্থান করবে। ফলে রবিবার ২১ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণে। মূলত মেঘলা আকাশ থাকবে। কয়েক পশলা বৃষ্টি (Rain) হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ। তবে রবিবার উত্তরের জেলায় ভারী বৃষ্টি। শুক্রবার থেকেই নিম্নচাপের জেরে দক্ষিণের জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই নেই। আর্দ্রতার কারণে অস্বস্তি চরমে। ঘেমে অস্থির অবস্থা শহরবাসীর। কলকাতায় সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বজ্রপাতের সতর্কতার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনা ৷ সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমদ্রে যেতে বারণ করা হয়েছে। হাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোবে। আগামী দু’ দিনে নিম্নচাপটি আরও সক্রিয় হয়ে ওড়িশা উপকূলে পৌঁছবে। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টি। নিম্নচাপের জেরে বঙ্গোপসাগরে প্রতি ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা
আরও পড়ুন- ফের বিপুল কর্মসংস্থান রাজ্যে! শূন্য প্রধান শিক্ষক পদে দ্রুত নিয়োগ