প্রতিবেদন : পাসপোর্ট, ইমিগ্রেশন, বিদেশে কাজ করতে যাওয়ার মতো বিভিন্ন কাজে প্রয়োজনীয় শংসাপত্র এবার মিলবে অনলাইনেই। শুক্রবার রাজ্য পুলিশের তরফে ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য চালু হল অনলাইন পোর্টাল। পশ্চিমবঙ্গ পুলিশের সদর দফতর ভবানী ভবন থেকে এই পোর্টালের উদ্বোধন করেন এডিজি সুপ্রতিম সরকার-সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা। এর আগে কলকাতা পুলিশ কমিশনারেট এবং বিধাননগর পুলিশ কমিশনারেট-এ অনলাইন মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়া যেত।
আরও পড়ুন-রোমানিয়ার পার্লামেন্টে ভালুক হত্যার অনুমতি
PCC.WB.gov.in এবং পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইটে এই ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে। তবে অনলাইনের পাশাপাশি পুরনো পদ্ধতিতে আবেদন করা যাবে। আবেদন করার ৭২ ঘণ্টা থেকে এক সপ্তাহের মধ্যেই অনলাইনে ওই সার্টিফিকেটের কপি পাওয়া যাবে বলে জানানো হয়েছে। অনলাইনে পিসিসি অ্যাপ্লিকেশনের পদ্ধতি-PCC.WB.gov.in ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই ফর পিসিসিতে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তারপরে অ্যাপ্লিকেশন পেজ আসবে। অ্যাপ্লিকেশন পেজে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট করলে আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপি দিলেই কতদিনের মধ্যে এই সার্টিফিকেট চাইছেন সেই অপশন পছন্দ করা যাবে। এরপর ৩০০ টাকা দিয়ে আবেদন জমা করতে হবে। অ্যাপ্লিকেশন সাবমিট করার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট জেলার এসপি অফিস এবং স্থানীয় থানার আধিকারিকরা জানতে পারবেন এই আবেদনের বিষয়।