‘শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা’ ২১শে জুলাইয়ের স্মৃতিচারণ মুখ্যমন্ত্রীর

কাল একুশে জুলাই। তৃণমূল কংগ্রেসের (Trinamool congress) মেগা কর্মসূচি ৷ এবারের একুশে জুলাইয়ের শহিদ স্মরণ কর্মসূচিতে উপস্থিত থাকছেন অখিলেশ যাদব

Must read

কাল একুশে জুলাই। তৃণমূল কংগ্রেসের (Trinamool congress) মেগা কর্মসূচি ৷ এবারের একুশে জুলাইয়ের শহিদ স্মরণ কর্মসূচিতে উপস্থিত থাকছেন অখিলেশ যাদব (Akhilesh Yadav) ৷ জানা গিয়েছে, এদিনের ধর্মতলায় মঞ্চে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে উপস্থিত থাকবেন সমাজবাদী পার্টির সুপ্রিমো ৷ অন্যদিকে একুশে জুলাই এর প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে ধর্মতলায় । একুশের শহিদ তর্পণ ঘিরে রয়েছে কর্মীদের উন্মাদনা। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শুক্রবার প্রস্তুতিপর্ব ঘুরে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ৷

আরও পড়ুন-গোয়া উপকূলের কাছে বিস্ফোরণ, মাঝসমুদ্রে পণ্যবাহী জাহাজে আগুন

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে ২১শে জুলাইয়ের স্মৃতিচারণ করে নিজের মতামত প্রকাশ করেন। তিনি লেখেন, ”আগামীকাল আরও একটি ২১শে জুলাই। ২১শে জুলাই বাংলার ইতিহাসে রক্তে ভেজা দিন। ১৯৯৩ সালের এই দিনে অত্যাচারী সিপিআই(এম)-এর শাসন ১৩ জনের প্রাণ কেড়ে নিয়েছিল। তাদের বিরুদ্ধে আমার এই যুদ্ধে আমি আমার ১৩ জন সহযোদ্ধাকে হারিয়েছি। তাই ২১শে জুলাই আমাদের জন্য একটি আবেগপূর্ণ দিন। ২১শে জুলাই আজ বাংলার জনসংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ।”

আরও পড়ুন-কাল একুশে জুলাই গণতন্ত্র রক্ষার শপথ নেওয়ার দিন

তিনি আরও লেখেন, ”আমরা প্রতি বছর এই ঐতিহাসিক দিনে সেই বীর শহীদদের পরম শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি। শুধু তাই নয়, আমরা এদিন তাদের সকলকে স্মরণ করি যারা আমাদের দেশ এবং সাধারণ মানুষের জন্য আন্দোলনে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। দিনটির আরেকটি বিশেষ তাৎপর্য রয়েছে। আমরা এই দিনটিকে ‘মা-মাটি-মানুষ দিবস’ হিসেবে পালন করি এবং আমাদের গণতান্ত্রিক নির্বাচনী জয় পশ্চিমবঙ্গের জনগণকে উৎসর্গ করি। আগামীকাল, এসপ্ল্যানেডে এই শহীদ দিবস ও মা-মাটি-মানুষ দিবসের অনুষ্ঠানে, আমি আপনাদের সকলকে বাংলায় আমন্ত্রণ জানাচ্ছি। প্রতি বছরের মতো এএই বছরও আমি বিশ্বাস করি, শহীদদের সম্মিলিত শ্রদ্ধাঞ্জলিতে সকলের অংশগ্রহণের মাধ্যমে আমাদের সভা সার্থক হবে। যেমন আমি একটি কবিতায় লিখেছিলাম:
“রক্ত আর চোখের জলে ভিজে গিয়েছে ২১শে জুলাই
শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা।”

 

Latest article