প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। প্রাণ যাচ্ছে বহু মানুষের। কোথাও ধস, কোথাও আবার হড়পা বান, ভাঙছে বাড়ি। ২৭ জুন হিমাচল প্রদেশে বর্ষা প্রবেশ করেছে। ২০ জুলাই পর্যন্ত টানা ভারী বৃষ্টির জেরে গোটা হিমাচলে মৃত্যু হয়েছে ৪০ জনের। আহত হয়েছেন অনেকেই।
বৃষ্টির জেরে সে রাজ্যে (Himachal Pradesh) প্রায় সাড়ে তিনশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় চিন্তায় কৃষকরা। আজ, রবিবার থেকে আগামী সপ্তাহেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মৌসম ভবন সূত্রে খবর, ২১ জুলাই সিমলা, সিরমৌর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি এলাকায় হড়পা বানের সম্ভাবনা রয়েছে। ২৫ জুলাই পর্যন্ত হিমাচল জুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন- অসহায়রা কড়া নাড়লে দরজা খোলা আছে, বাংলাদেশ নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
এদিকে ভারী বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস উত্তরাখণ্ডের কেদারনাথের যাত্রাপথে রুদ্রপ্রয়াগ জেলার গৌরীকুণ্ড ও চিরবাসার মাঝামাঝি রাস্তায়। ধসের জেরে পাথর চাপা পড়ে প্রাণ হারালেন কমপক্ষে ৩ জন পুণ্যার্থী। আহত আরও ৮জন। আহতদের ইতিমধ্যেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধসে চাপা পড়ে পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।