ডাম্বুলা, ২১ জুলাই : পাকিস্তানের পর এবার সংযুক্ত আরব আমিরশাহি। টানা দুই ম্যাচ জিতে কার্যত এশিয়া কাপের সেমিফাইনালে উঠে গেলেন হরমনপ্রীত কৌররা। রবিবার ভারত ৭৮ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরশাহিকে। আর এই জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখলেন অধিনায়ক হরমনপ্রীত এবং রিচা ঘোষ। দু’জনের জোড়া হাফ সেঞ্চুরির সুবাদে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ২০১ রান তুলেছিল ভারত। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১২৩ রানেই আটকে যায় সংযুক্ত আরব আমিরশাহী।
আরও পড়ুন-দ্রাবিড়ে মজে রোহিত, ধোনিতে আস্থা পন্থের
এদিন স্মৃতি মান্ধানা (১৩) রান পাননি। শেফালি ভার্মা ১৮ বলে ৩৭ রান করেন। তবে ৪৫ বলে ৭৫ রান যোগ করে দলের রানকে দুশোর কোঠায় পৌঁছে দিয়েছিলেন হরমনপ্রীত ও রিচা। ৪৭ বলে ৬৬ করে আউট হন হরমনপ্রীত। এদিনের ইনিংসের পর মেগ ল্যানিংকে টপকে মেয়েদের টি-২০ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন হরমনপ্রীত (৩,৪০৫ রান)। মাত্র ২৯ বলে ১২টি চার ও ১টি ছয় মেরে ৬৪ রানে অপরাজিত থাকেন রিচা। মেয়েদের এশিয়া কাপের ইতিহাসে প্রথম ভারতীয় কিপার-ব্যাটার হিসাবে হাফ সেঞ্চুরির নজির গড়লেন রিচা। তিনিই ম্যাচের সেরা।
পাল্টা ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিলেন সংযুক্ত আরব আমিরশাহির ব্যাটাররা। কিছুটা লড়াই করেন কবিশা এগোডাগে (অপরাজিত ৪০) ও এশা ওঝা (৩৮)। ভারতের দীপ্তি শর্মা দু’টি উইকেট নেন।