প্রতিবেদন : আগামী বছরে অনুষ্ঠিত হতে চলা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি নিয়ে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে। মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা সোমবার নবান্নে এই বিষয়ে বৈঠক ডেকেছেন। তাতে উপস্থিত থাকতে সংশ্লিষ্ট সব দফতরের আধিকারিককে নির্দেশও দিয়েছেন। বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রধান আর্থিক উপদেষ্টা অমিত মিত্রেরও থাকার কথা। একই সঙ্গে সেপ্টেম্বরে প্রস্তাবিত শপিং ফেস্টিভ্যাল নিয়েও আলোচনা হতে পারে। উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার নবম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুন-সমাবেশ ঘিরে উন্নয়নের কোলাজ
এর আগে সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছিল ২০২৩-এর নভেম্বরে। সেই হিসাবে এ বছর নভেম্বরেই হওয়ার কথা। কিন্তু লোকসভা নির্বাচনের জন্য প্রায় চার মাস কোনও কাজই হয়নি বিধিনিষেধের কারণে। তার পরে পরেই বর্ষা এবং উৎসবের মরশুম। এই অল্প সময়ে সবকিছু গুছিয়ে করে ওঠা সম্ভব নয় বলে মুখ্যমন্ত্রী আগেই জানান, এবছর আর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর বসছে না। তা বসতে পারে আগামী বছরের গোড়ায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ২০২৫-এর ফেব্রুয়ারিতে এই আসর বসবে।