প্রতিবেদন : তৃণমূল কংগ্রেস শুধু একটা রাজনৈতিক দল নয়, তৃণমূল সেবামূলক কাজকর্মের প্ল্যাটফর্ম। আমি চাই, তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হয়ে উঠুক। বিত্তবান চাই না, বিবেকবান কর্মী চাই। যাঁর বিবেক থাকবে, আবেগ থাকবে, তাঁদেরই চাই। আমরা লোভী হতে চাই না, আমরা মানুষের বন্ধু হতে চাই। যতদিন এই কাজটা করে যেতে পারবেন, ততদিন আপনাদের কেউ হারাতে পারবে না। রবিবার একুশের শহিদ তর্পণের মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-দিনের কবিতা
একইসঙ্গে তিনি দুর্নীতির প্রশ্নেও দিলেন কড়া বার্তা। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, কেন বিত্তবান নয়, বিবেকবান কর্মী চাই জানেন? পয়সা আসে- চলে যায়, সেবার কোনও বিকল্প নেই। মানুষের কাজ করুন। আপনারা গরিব থাকুন। যা আছে, সেটা খেয়ে বেঁচে থাকুন। লোভ করার দরকার নেই। তাঁর সাফ কথা, আমরা যত জিতব, তত নরম হতে হবে, তত দায়িত্ব বাড়বে, ততই আমরা মানুষের কর্মী হয়ে উঠব। তৃণমূল সুপ্রিমোর কথায়, আমরা মানুষের পাহারাদার। আমরা দুর্নীতির সঙ্গে কোনও আপস করব না। মানুষকে যারা পরিষেবা দেবে না, তাদের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। সব পুরসভা, পঞ্চায়েত, এমএলএ, এমপি, প্রধান— সবাইকে বলব, কারও বিরুদ্ধে কোনও অভিযোগ যেন কেউ না পায়। যদি কোনও অভিযোগ ওঠে, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব। তৃণমূল করতে গেলে সকলকে নিয়ে চলতে হবে। যেখানে যেখানে জিতেছেন, সেখানে সেখানে গিয়ে মানুষকে ধন্যবাদ জানাবেন। মানুষের জন্য কাজ করবেন। যেখানে যেখানে আমরা জিতিনি, সেখানকার মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবেন। মনে রাখবেন গাড়িতে ঘোরার চেয়ে পায়ে হেঁটে ঘোরা ভাল। তাতে শরীর-মন ভাল থাকে। বড় গাড়িতে ঘোরার থেকে স্কুটার, সাইকেলে ঘোরা ভাল। আমরা দুর্নীতি কাছে মাথা নত করব না। আমরা লড়াই করব। এটা আজকে শপথ নিন। তিনি পরিষ্কার জানিয়ে দেন, অন্যায় করলে আমি দলের কাউকে ছাড়ি না। গ্রেফতার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্য করবেন না। অবশ্যই মা-বোনেদের সম্মান দেবেন।