উপত্যকায় উত্তেজনা থামছেই না। একের পর এক সন্ত্রাসবাদী হামলায় উত্তপ্ত ভূস্বর্গ। আবার নতুন করে জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) রাজৌরিতে সেনা ক্যাম্পে (army camp) সেনাবাহিনীর উপরে হামলার চেষ্টা করল জঙ্গিরা। যদিও এই বার সেনার তৎপরতায় সেই হামলা এড়ানো গিয়েছে। তবে এই ঘটনায় আহত এক জওয়ান। জঙ্গি দমনে ইতিমধ্যেই শুরু হয়েছে অভিযান। আজ, সোমবার ভোররাতে রাজৌরি জেলায় একটি গ্রামের সেনা চৌকিতে হামলার চেষ্টা চালায় জঙ্গিরা। বেশ বড় মাপের জঙ্গি হামলার পরিকল্পনা থাকলেও সন্ত্রাসবাদীদের সেই পরিকল্পনায় জল ঢালে সেনাবাহিনী। তবে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলছে ।
আরও পড়ুন-গেরুয়া রাজ্যে পথ কুকুরদের দৌরাত্ম, বাড়ছে মৃতের সংখ্যা
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস দমন অভিযান চলছে। কেন্দ্রশাসিত অঞ্চলে একাধিক সন্ত্রাসবাদী হামলার ঘটনা কেন্দ্রের সরকারে বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে রেখেছে। সেনা-জঙ্গি সংঘর্ষে বহু জঙ্গিকে শেষ করা হয়েছে তবে এই ক্ষেত্রে কয়েকজন সেনাও শহিদ হয়েছেন। গত সপ্তাহে জম্মুর ডোডায় এনকাউন্টারে দুই সেনা জওয়ান আহত হন। ১৫ জুলাই ডোডায় এনকাউন্টারে এক অফিসার সহ ৪ সেনা জওয়ান শহিদ হয়েছেন। তাছাড়া ৯ জুন রিয়াসিতে পুণ্যার্থী বোঝাই বাসে হামলায় নয়জন যাত্রী নিহত হন।