প্রতিবেদন : বিজেপির আমলে দেশে বেকারত্ব (Unemployment) যে লাফিয়ে বাড়ছে তা বলে দিল কেন্দ্রেরই রিপোর্ট। দেশের সাম্প্রতিক আর্থিক সমীক্ষার রিপোর্ট বলছে, প্রতি বছর ৭৮ লক্ষ ৫০ হাজার কর্মসংস্থানের প্রয়োজন রয়েছে। অথচ কেন্দ্রের সরকার ৩০ শতাংশও পূরণ করতে পারছে না। ফলে প্রতি বছর বেকারের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এই মুহূর্তে কেন্দ্রের সরকার যদি এই বিষয়ে পদক্ষেপ না করে তাহলে ২০২৫-এ গিয়ে পরিস্থিতি ভয়াবহ আকার নেবে। দেশে বেকারের সংখ্যা মোট জনসংখ্যার ৪০ শতাংশ পেরিয়ে যাবে। অর্থাৎ বেকারের সংখ্যা দাঁড়াবে প্রায় ৬০ কোটি। যা ভয়ঙ্কর।
আরও পড়ুন- মানবিকতার খাতিরেই পাশে থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী