প্রতিবেদন : খবর আগেই ছিল। সোমবার অস্ট্রেলীয় বিশ্বকাপার তথা ‘এ’ লিগে পাঁচবারের টপ স্কোরার জেমি ম্যাকলারেনের (Jamie Maclaren) নাম আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল মোহনবাগান। ২০২২ কাতার বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে খেলা তারকা স্ট্রাইকারের সঙ্গে চার বছরের চুক্তি হয়েছে সবুজ-মেরুনের। ‘এ’ লিগের ইতিহাসে সবথেকে বেশি গোল (১৫৪টি) করা রেকর্ড রয়েছে ম্যাকলারেনের। শেষ পাঁচ মরশুম তিনি খেলেছেন মেলবোর্ন সিটির হয়ে। ১৪২ ম্যাচে করেছেন ১০৩ গোল।
দিমিত্রি পেত্রাতোস ও জেসন কামিন্সের পর আরও একজন অস্ট্রেলীয় বিশ্বকাপারকে সই করিয়ে চমক দিল মোহনবাগান। ৩০ বছর বয়সী ম্যাকলারেন (Jamie Maclaren) ২৮ জুলাই শহরে পা রাখবেন। ২৯ জুলাই মোহনবাগান দিবসের দিনেই প্রি-সিজন ট্রেনিং শুরু করবেন বাগানের নতুন কোচ হোসে মোলিনা। আর সেদিন মোহনবাগান মাঠে উপস্থিত থাকবেন ম্যাকলারেনও।
সবুজ-মেরুনের চুক্তিতে সই করে ম্যাকলারেন বলেছেন, ‘‘ইয়ান হিউম যখন আইএসএলে খেলতেন, তখন থেকেই ভারতীয় ফুটবলের খোঁজ রাখতাম। আইএসএলে বহু ম্যাচ দেখেছি। মোহনবাগানে সই করার প্রধান কারণ ক্লাবের ঐতিহ্য, ইতিহাস এবং ট্রফি জেতার উদগ্র ইচ্ছাশক্তি। যা আমার মানসিকতার সঙ্গে মানানসই। অস্ট্রেলিয়াতে অনেক সম্মান পেয়েছি। এবার দেশের বাইরে এমন একটা ক্লাবে খেলতে চেয়েছিলাম, যারা ইতিমধ্যেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। মোহনবাগান সমর্থকদের আবেগ ও ভালবাসাও আমাকে এই সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে। তাছাড়া ভারতীয় খাবার আমার ও আমার স্ত্রীর খুব পছন্দের।’’
আরও পড়ুন-কেন্দ্রীয় কর্মচারীদের খুল্লামখুল্লা গেরুয়াকরণের ছাড়পত্র দিল্লির
অস্ট্রেলীয় স্ট্রাইকার আরও বলেছেন, ‘‘কলকাতা ডার্বির উন্মাদনা আমার অপরিচিত নয়। অনেকগুলো ডার্বি দেখেছি। ৬০ হাজার দর্শকের সামনে খেলার অনুভূতিটাই অন্যরকম। আমি ডার্বি খেলার জন্য মুখিয়ে আছি। মোহনবাগান ইতিমধ্যেই ভারতসেরা হয়েছে। ক্লাবকে আরও ট্রফি জেতাতে চাই।’’ ম্যাকলারেনের সংযোজন, ‘‘পেত্রাতোস ও কামিন্সের সঙ্গে একই দলে এবং বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে। পেত্রাতোস আক্রমণ তৈরি করতে সিদ্ধহস্ত। স্ট্রাইকারদের গোলের ঠিকানা লেখা পাস বাড়ায়। আর কামিন্সও দুর্দান্ত স্ট্রাইকার। আরেক সতীর্থ গ্রেগ স্টুয়ার্টকেও আগে থেকে চিনি। বাকিদের সঙ্গেও মানিয়ে নিতে খুব বেশি সময় লাগবে না।’’
কাকতালীয়ভাবে ২৯ জুলাই ম্যাকলারেনের জন্মদিন। তিনি বলছেন, ‘‘ক্লাবের ইতিহাসে ২৯ জুলাই যেমন একটা ঐতিহাসিক দিন, তেমন আমার জীবনেও বিশেষ দিন। কারণ সেদিন আমার জন্মদিন। জন্মদিন এবং ক্লাবের ইতিহাস তৈরির দিনে নতুন পথ চলা শুরু করার অপেক্ষায় দিন গুণছি।’’