প্রতিবেদন: রাজভবনের কর্মীর শ্লীলতাহানির মামলায় রাজ্যপালকে ক্লিনচিট দেওয়া নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যসভার প্রবীণ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy)। যে অবসরপ্রাপ্ত সেশন জজকে এই ঘটনার তদন্তে নিয়োগ করেছিলেন রাজ্যপাল, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। তাঁর কথায়, সুয়োমোটো কনটেম্পট রুল জারি করা হোক ওই বিচারকের বিরুদ্ধে। এক্স হ্যান্ডেলে এই দাবি তুলেছেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy)। এদিকে বিভিন্ন দেশ থেকে ভারতের বহুমূল্য প্রত্নতাত্ত্বিক সামগ্রী ফিরিয়ে আনার যে উদ্যোগ কেন্দ্র নিয়েছে তাতে যথাযথ স্বচ্ছতা দাবি করেছেন তিনি। বিশেষ করে বাংলার যেসব বহুমূল্য প্রত্নতাত্ত্বিক সামগ্রী বিদেশে রয়েছে সেগুলি অবিলম্বে ফিরিয়ে এনে স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়ামে সংরক্ষিত করার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি।
আরও পড়ুন-ধর্মেন্দ্রর মিথ্যাচারের প্রতিবাদে ফেটে পড়ল তৃণমূল-সহ বিরোধীরা