প্রতিবেদন : আজ, মঙ্গলবার দুর্গাপুজোকে সামনে রেখে কলকাতার দুর্গোৎসব (Forum for Durgotsab) কমিটিগুলিকে নিয়ে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটিগুলি ছাড়াও বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা-সহ পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। এই বৈঠককে সামনে রেখে কী ভাবছে কলকাতা কেন্দ্রিক দুর্গাপুজো কমিটিগুলির যৌথ সংগঠন ফোরাম ফর দুর্গোৎসব? বর্তমানে প্রায় ৪০০-রও বেশি পুজো কমিটি রয়েছে এই সংগঠনের আওতায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে সংগঠনের চেয়ারম্যান পার্থ ঘোষ বলেন, এই প্রথম দুর্গাপুজোর অনেকদিন আগেই বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পুজো কমিটিগুলি সবে প্রস্তুতি শুরু করেছে। কিছু কিছু জায়গায় অবশ্য ইতিমধ্যেই খুঁটিপুজোও হয়েছে। আমাদের মনে হয়, এবারের পুজো নিয়ে মুখ্যমন্ত্রীর নিশ্চয়ই বিশেষ কোনও পরিকল্পনা রয়েছে। সেটা জানানোর জন্যই উনি এতদিন আগে বৈঠক ডেকেছেন।
২০১০ সালে শহর ও শহরতলির পুজো কমিটিগুলিকে নিয়ে গঠিত হয়েছিল এই ফোরাম ফর দুর্গোৎসব (Forum for Durgotsab)। শহরের দুর্গাপুজোকে আরও সুসংগঠিতভাবে আয়োজন ও উদযাপন নিয়ে এই সংগঠন সরাসরি রাজ্য সরকারের সঙ্গে কাজ করে। সংগঠনের চেয়ারম্যান এই নিয়ে জানিয়েছেন, পুজোটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই নিয়েই আমাদের পরিকল্পনা থাকে। যার জন্য গত ১৪ বছর ধরে রাজ্য সরকারের থেকে আমরা সমস্তরকমের সহযোগিতা পাই। এতগুলো বছর ধরে আমরা নিজেদের অনেক সংগঠিত করেছি। শুধু দুর্গাপুজো নয়, পুজোর বাইরেও আমরা বিভিন্নরকমের সামাজিক কাজেও আমরা ঝাঁপিয়ে পড়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অন্য মাত্রা পেয়েছে রাজ্যের দুর্গোৎসব। এমনকী ইউনেস্কোর হেরিটেজ তকমাও পেয়েছে। ফলে পুজোর সময় রাজ্যে বিদেশি পর্যটকদের আগমনও বেড়েছে। তার জেরে বেড়েছে ফোরাম ফর দুর্গোৎসবের দায়িত্বও।
আরও পড়ুন – বিজেপি রাজ্যে মধ্যযুগীয় নারী নির্যাতন, প্রতিবাদ তৃণমূলের