প্রতিবেদন : আয়কর ছাড়ের নামে ব্যাপক বিভ্রান্তি ছড়ানো হল কেন্দ্রীয় বাজেটে। সঙ্গে মিথ্যার বেসাতিও। এককথায় ভাঁওতা দেওয়া হল মধ্যবিত্তকে। নতুন ব্যবস্থা বা নিউ রেজিমে স্ট্যান্ডার্ড ডিডাকশান ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে। কেন্দ্রের দাবি, এর ফলে ১৭,৫০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন করদাতারা। কিন্তু প্রশ্ন উঠেছে, এর ফলে কতটুকু উপকৃত হবেন সাধারণ মানুষ? করকাঠামোর বিষয়ে সামান্য কিছু পরিবর্তন আনা হয়েছে বলে দাবি। যার প্রথম ধাপেই বলা হয়েছে, ৩ লক্ষ টাকা পর্যন্ত বছরে আয়ের ক্ষেত্রে দিতে হবে না কোনও আয়কর। প্রশ্ন উঠেছে, এরমধ্যে নতুনত্বটা কোথায়? পরের ধাপগুলোতে অবশ্য সামান্য পরিবর্তন দেখানো হয়েছে। কিন্তু তাতে আমজনতার লাভ কোথায়? আসলে প্রতিশ্রুতি আর প্রত্যাশা থেকে বাস্তব অনেক দূরে। বিশেষজ্ঞদের মতে, এটা শুধুই আইওয়াশ। এর কোনও সারবত্তা নেই আদৌ। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, আয়করে কোনও স্বস্তি মেলেনি সাধারণ মানুষের। বড়লোকদের কথা ভেবেই ছাড় দেওয়া হয়েছে।
আরও পড়ুন-জয় বাংলা জয় তৃণমূল
বিশেষজ্ঞদের মতে, মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে মোটেই বৃদ্ধি পায় না রোজগার। কিছুকিছু ক্ষেত্রে বেতন সামান্য বৃদ্ধি পেলেও তার প্রকৃত আর্থিক মূল্য কিন্তু বাস্তবের সঙ্গে আদৌ সঙ্গতিপূর্ণ নয়। অর্থাৎ প্রকৃত আয় কিন্তু বৃদ্ধি পায় না সেভাবে। ফলে আয়করে সামান্য অদল-বদলে কিছুই উপকার হয় না ওই বেতনভোগীদের। তাছাড়া আমজনতার যে বিশাল অংশ আদৌ আয়করের আওতায় নেই তাঁদের জন্য তো কিছুই ভাবা হয়নি এই বাজেটে!