প্যারিস, ২৩ জুলাই : অলিম্পিকের বাদ্যি বাজতে বাকি আর মাত্র তিনটে দিন। তার আগেই ফের মাথা চাড়া দিয়ে উঠল কোভিড আতঙ্ক। অস্ট্রেলিয়ার ওয়াটার পোলো দলের এক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। অস্ট্রেলিয়ার অলিম্পিক দলের প্রধান আনা মিয়ার্স বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা পজিটিভ ওই ক্রীড়াবিদের নাম প্রকাশ্যে আনা হয়নি। সোমবার রাতে করোনা ধরা পড়ার পর তাঁকে আইসোলেশনে রাখা হয়। দলের বাকি ক্রীড়াবিদদেরও করোনা পরীক্ষা করা হয়। তবে এই ঘটনায় অনুশীলন বন্ধ থাকবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। মিয়ার্স বলেছেন, “ওয়াটার পোলো বিভাগে আমাদের দুজন খেলোয়াড় রয়েছে। কোভিড ধরা পড়ায় একজনকে নিভৃতবাসে রাখা রয়েছে। অপরজনকেও আলাদা রাখা হয়েছে। ওরা দুজনই দলের সঙ্গে এখন যোগ দিচ্ছে না। কোভিড নিয়ে আমাদের ভয় নেই। কারণ টোকিওর মতো পরিস্থিতি এখন আর নেই। ওরা সুস্থ আছে। সবার থেকে আলাদা আছে।”
আরও পড়ুন-কুর্সি বাঁচাতে নির্লজ্জ তোষণ অন্ধ্র-বিহারকে
বাড়তি সতর্কতার জন্য অস্ট্রেলিয়ার সব অ্যাথলিটদের মাস্ক পড়ে থাকার ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে। কিন্তু আক্রান্ত হওয়া অ্যাথলিটের অলিম্পিকে অংশগ্রহণ নির্ভর করছে মেডিক্যাল অফিসারের নির্দেশের উপর। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ফ্রেডেরিক ভালেতোর বক্তব্য, “একদম ঠিক যে কোভিড ধরা পড়েছে। তবে এটাও বলে রাখি, আমরা ২০২০, ২০২১ কিংবা ২০২২ সালের অবস্থায় নেই। বিভিন্ন সর্তকতা নেওয়া হচ্ছে। নিশ্চিন্তে থাকুন।” গতবারের অলিম্পিকে করোনার থাবা পড়ায় পিছিয়ে গিয়েছিল টুর্নামেন্ট।