প্রতিবেদন : কলকাতা লিগে মোহনবাগানের জঘন্য ফর্ম চলছেই। ডার্বি-সহ প্রথম তিন ম্যাচে জয় অধরা থাকার পর পিয়ারলেসের বিরুদ্ধে জয়ের সরণিতে ফিরেছিল সবুজ-মেরুন। মঙ্গলবার কল্যাণী স্টেডিয়ামে কলকাতা পুলিশের বিরুদ্ধে হতশ্রী ফুটবল খেলে ফের পয়েন্ট নষ্ট করল মোহনবাগান। সুহেল ভাটের গোলে এগিয়ে থেকেও ১-১ ড্র করে সবুজ-মেরুনের ডেভেলপমেন্ট টিম। ম্যাচে জোড়া পেনাল্টি মিস এবং একাধিক সুযোগ নষ্টের খেসারত দিয়ে জয় হাতছাড়া করে মোহনবাগান। লিগের লড়াইয়ে আরও পিছিয়ে পড়ল তারা। পাঁচ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট সবুজ-মেরুনের।
আরও পড়ুন-ফের বাজেটে ব্রাত্য চা-বলয়
ম্যাচে পুলিশের এক ফুটবলারের সঙ্গে সংঘর্ষে গুরুতর আঘাত পান মোহনবাগানের টংসিন। চোখের নিচের হাড় ভেঙে যায়। কল্যাণীর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিন ম্যাচের রাশ নিজেদের হাতে রেখেই দাপটে শুরু করেছিল মোহনবাগান। ৪০ মিনিটে গোলের লকগেট খুলে ফেলে মোহনবাগান। ফারদিন আলি মোল্লার কর্নার থেকে দুরন্ত হেডে বল জালে জড়ান সুহেল। ম্যাচের বাকি সময়ে গোলের ব্যবধান বাড়ানোর অনেক সুযোগ পয়েছিল মোহনবাগান। দু’টি পেনাল্টি পেয়েছিল তারা। কিন্তু দু’টি ক্ষেত্রেই সুযোগ হাতছাড়া করে দল। প্রথমটির ক্ষেত্রে ফারদিনের শট বাঁচিয়ে দেন পুলিশের গোলকিপার মইদুল কয়াল। পরের পেনাল্টি থেকে গোল করতে পারেননি অভিষেক সূর্যবংশী। তিনি পোস্টের উপর দিয়ে বল উড়িয়ে দেন।
ম্যাচের ৫৫ মিনিটে মোহনবাগান রক্ষণের ভুলে গোল শোধ করে দেয় কলকাতা পুলিশ। রবি দাসের গোলে সমতা ফেরায় তারা। ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়। কলকাতা লিগে ব্যর্থতায় কোচ বদলের দাবি সমর্থকদের।
এদিকে, বুধবার নিজেদের মাঠে লিগে নতুন লড়াইয়ে নামছে ইস্টবেঙ্গল। সামনে এবার রেলওয়ে এফসি। আগের ম্যাচে ক্যালকাটা কাস্টমসকে হাফডজন গোলে হারিয়েছে বিনো জর্জের দল। ‘বি’ গ্রুপে শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। তবে রেলকে সমীহ করছেন কোচ বিনো।