বাজেটে বাংলা-সহ একাধিক রাজ্যকে বঞ্চনা। সংসদ ভবনের বাইরে প্রতিবাদ ইন্ডিয়া শিবিরের (INDIA Alliance) সাংসদদের। বুধবার সকালে সংসদের বাইরে বিক্ষোভে সামিল তাঁরা। বাংলা- সহ একাধিক রাজ্যকে বাদ দিয়ে যেভাবে অন্ধ্রপ্রদেশ-বিহারে ঢালাও বরাদ্দ ঘোষণা করা হয়েছে তাতেই ক্ষুব্ধ বিরোধী দলগুলি। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের এই বাজেটকে ‘সরকার বাঁচানোর বাজেট’ বলে কটাক্ষ করেছেন বিরোধীরা।
আরও পড়ুন- লাগাতার বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধস ইথিওপিয়ায়! মৃত ২২৯
এদিনের বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, মহুয়া মৈত্র, সৌগত রায়, মমতাবালা ঠাকুর, শতাব্দী রায়, সাগরিকা ঘোষ, ডেরেক ও’ব্রায়েন, প্রতিমা মণ্ডল, জুন মালিয়া, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জহর সরকার, শর্মিলা সরকার, সায়নী ঘোষ, জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া, মিতালি বাগ থেকে শুরু করে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে, শিবসেনা সাংসদ (উদ্ধব শিবির) সঞ্জয় রাউত রয়েছেন।
মঙ্গলবার পেশ করা বাজেটকে ‘কুর্সি বাঁচাও বাজেট’ বলে সুর চড়িয়েছেন বিরোধী নেতারা। স্লোগান উঠতে থাকে ‘লজ্জার জনবিরোধী বাজেট’। তবে সকালে সংসদ ভবনের বাইরের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে এই জনবিরোধী বাজেট নিয়ে বিক্ষোভ (INDIA Alliance) আরও ঝাঁঝালো হবে।