উদ্ধত-অসংসদীয় অভিজিৎ ‘স্টুপিড’ বলে দলেই নিন্দিত

Must read

প্রতিবেদন : কথায় আছে— স্বভাব যায় না…! সত্যটাই প্রমাণ করলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি থাকার সময় কথাবার্তায় যে ঔদ্ধত্য দেখাতেন তিনি, সাংসদ হয়েও তার বিন্দুমাত্র পরিবর্তন হল না। বুধবার লোকসভায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) প্রথম ভাষণেই পরতে পরতে ফুটে উঠল সেই দুর্বিনীত আচরণ এবং মেজাজ। সংসদে দাঁড়িয়েই কুণ্ঠাহীনভাবে তিনি কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে বলে দিলেন স্টুপিডের মতো কথা বলবেন না। একজন প্রাক্তন বিচারপতির এই ধরনের কথাবার্তায় হতবাক শুধু বিরোধী সাংসদরাই নয়, ট্রেজারি বেঞ্চের সদস্যরাও। জানা গিয়েছে, ‘গান্ধী না গডসে’ এই নিয়ে কটাক্ষ করেন কংগ্রেস সাংসদ। সেই সময় মেজাজ হারান অভিজিৎ (Abhijit Ganguly)। তাঁর অসংসদীয় মন্তব্যের প্রতিবাদে হইচই শুরু বিরোধীদের বেঞ্চে। অবিলম্বে এই অসংসদীয় মন্তব্য সভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি অধ্যক্ষের কাছে জানান বিরোধীরা। অভিজিৎ কিন্তু বলেই চলেন, আপনারা জানেন না, জানতে চেষ্টা করুন। গত তিন দিন ধরেই আমি দেখছি আপনারা একটা জিনিস জানেন, হাউলিং হাউলিং অ্যান্ড হাউলিং। আমি আপনাদের কাউকে এখানে থেকে যেতে বলিনি। শেষ পর্যন্ত বিরোধীদের দাবি মেনে সভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয় অভিজিতের অসংসদীয় মন্তব্য।

আরও পড়ুন- AB-র ভাষণে বাঘের গর্জন, চাপে পড়তেই বারবার বাধার চেষ্টা বিজেপির

 

Latest article