সংবাদদাতা, শিলিগুড়ি : ফের টানেলে দুর্ঘটনা। কালিম্পংয়ের ভালুখোলায় সেবক-রংপো রেল প্রকল্পের কাজ চলাকালীন দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ১০ নম্বর টানেলে। মৃতের নাম রাজেন ছেত্রী। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে রেলের শ্রমিক নিরাপত্তা নিয়েও। এদিন রেল লাইন পাতার পাশাপাশি মাটি সরানোও চলছিল। কাজ করছিলেন রাজেন। সেই সময় আচমকাই তিনি প্রায় ২৫০-৩০০ ফুট নিচে পড়ে যান। রাজেনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কালিম্পং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইরকনের প্রোজেক্ট ডিরেক্টর মহিন্দর সিং জানিয়েছেন, বিষয়টি দুঃখজনক। এদিন কাজ চলাকালীন দুর্ঘটনাটি ঘটেছে।
ওই তরুণ নিচে পড়ে যান আচমকাই। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য, সিকিম ও বাংলাকে রেলপথে জুড়তে সেবক-রংপো রেল প্রকল্পের কাজ চলছে বেশ কয়েক বছর ধরে। একাধিকবার ঘটেছে দুর্ঘটনা। কর্মরত অবস্থায় এখানে আগেও শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিন প্রাণ হারালেন আরও একজন। রেল সূত্রের খবর, এ-নিয়ে এই প্রকল্পের কাজে ১৩ জন শ্রমিকের মৃত্যু হল।