দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-খনির কর আদায় রাজ্যের অধিকার, রায় সুপ্রিম কোর্টের

বনফুল
বসন্ত আসছে
শীত চলে যাচ্ছে
ফুল সুন্দরীরা নতুন করে
একটু একটু ভাবাচ্ছে।
এবার গেলাম কালিম্পং-এর
মংপং-এর দিকে
জঙ্গল সুন্দরী মোদের ডাকছে
আর ডাকছে ঝিঁঝি-ফিঙে
কোকিলের ডাকে মনে পড়লো
বসন্তের সৌরভ আসছে
বনবাংলোর রকমারি ফুল
নতুন সাজে সাজছে।
কত রকমারি ফুলের নাম
কত রকম তার আহার
চেদ্রহারা দেখলে মন ভরে যায়
দেখি রঙের প্রাচুর্যের বাহার।
ভার্বিনা-লাল, গোলাপি, সাদা
বেগুনির মাঝে ফাগুন
প্যানজি হলুদ, খয়েরি আর
রঙের মাঝে আগুন।
ডানানথাস আবার
বেগুন গোলাপি সাদা
গ্যাজিলিয়া হলুদ কমলা
দেখতে হয় গাদা গাদা।
স্যালভিয়া-লাল
জারবেরা ও লাল
কসমস-কমলা সিঁদুর
ঝলমল গাছে রোদ্দুর।
ফ্লক্স-সাদা-সাদা-গোলাপি
অ্যান্টির হাইনাম হলুদ গোলাপি
সব ফুলই যেন আপন আলাপী
ইমপেশেন্স সর্বদা কমলা সলপী।
পিটুনিয়া আবার বেগুনিরানি
মনে হয় যেন সবারে চিনি।
বনবাংলোতে ফুলের বাহার
রঙে বর্ণে প্রকৃতির সমাহার।
দেখতে যেমন, দেখায় তেমন
ফুল সুন্দরীরা রতনে রতন।

Latest article