প্রতিবেদন : প্ল্যানিং কমিশন (যোজনা কমিশন) ফিরিয়ে আনা হোক। দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কারণ, নীতি আয়োগে কাজের কাজ কিছুই হয় না— শুধু মুখ দেখানো আর ছবি তোলা ছাড়া। প্ল্যানিং কমিশনের বৈঠকে একটা সুনির্দিষ্ট চিন্তাধারা কাজ করত, সকলের একটা ধ্যান-ধারণা ছিল। কিন্তু নীতি আয়োগে সেসবের কোনও বালাই নেই। তাই স্বাধীনতার আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর তৈরি প্ল্যানিং কমিশনকে অবিলম্বে ফেরানো দরকার। শুক্রবার নয়াদিল্লিতে সংবাদমাধ্যমের সঙ্গে ঘরোয়া আলাপচারিতায় বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন তিনি। কিন্তু সেখানে গিয়ে তিনি বিরোধীদের একজন হয়েই কথা বলবেন, স্পষ্ট কথা মুখ্যমন্ত্রীর। সদ্য হয়ে যাওয়া বাজেট নিয়েও বিজেপিকে তুলোধোনা করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, এটা দিশাহীন-জনবিরোধী-গরিব-বিরোধী বাজেট। একুশে জুলাইয়ের মঞ্চে বাংলাদেশ নিয়ে তাঁর করা মন্তব্যের ব্যাখ্যাও করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অনেকে অনেক কিছু বলছেন। কিন্তু আমি যা বলেছি, তাতে ভুল কিছু নেই। ইউএন রেজোলিউশন অনুযায়ী আমি কথা বলেছি। আমি মানবিকতার খাতিরেই ওই কথা বলেছি। কেউ যদি অসহায় হয়ে আশ্রয় চায়, আমি আশ্রয় দেব। ওরাও তো তিস্তা বৈঠকের সময় রাজ্যকে ডাকেনি। সিস্টেমটা আগে নিজেদের ভাল শেখা উচিত। আমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কিছু বলিনি।
আরও পড়ুন- এনডিএ-র বিরুদ্ধে জোরদার লড়াইয়ের নির্দেশ মুখ্যমন্ত্রীর
দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে তিনি যে খুবই চিন্তিত, সে-কথাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সময়ের অভাবে সশরীরে গিয়ে দেখা করতে না পারলেও ফোনে অরবিন্দ কেজরিওয়ালের বাবা-মা ও স্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী মনে করেন, বিজেপিকে ঠেকাতে আঞ্চলিক দলগুলিকে আরও বেশি করে উঠে আসতে হবে। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, দেশে আগামিদিনে যেসব রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেসব জায়গায় বিরোধীরা ভাল ফল করবে। বাংলা ভাগের প্রসঙ্গ নিয়েও ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর বক্তব্য, কোনও অবস্থাতেই বাংলা ভাগ হতে দেব না। কেন্দ্রের বঞ্চনা নিয়েও এদিন ফের সরব হয়েছেন তিনি। বলেন, বাংলা-সহ বিরোধী রাজ্যগুলিকে বঞ্চনা করছে কেন্দ্র। একশো দিনের কাজের টাকা ও আবাসের টাকা কেন্দ্রের দেওয়ার কথা থাকলেও রাজ্য সরকারই দিয়েছে। কেন্দ্র বিমাতৃসুলভ আচরণ করছে। বাংলায় তৃণমূল কংগ্রেস একাই লড়াই করবে, সাফ কথা নেত্রীর।