মুম্বই, ২৬ জুলাই : এবারের আইপিএলে হঠাৎ করেই দীর্ঘদিনের অধিনায়ক রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিতের বদলে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছিল হার্দিক পান্ডিয়ার হাতে। যা নিয়ে কম বিতর্ক হয়নি। শোনা যায়, সেই সময় মুম্বইয়ের ড্রেসিংরুম কার্যত দুই শিবিরে ভাগ হয়ে গিয়েছিল। একদল রোহিতের পক্ষে। অন্যরা হার্দিকের।
আরও পড়ুন-শুরুতেই চ্যালেঞ্জ লভলিনাদের
সেই বিতর্কিত অধ্যায় নিয়ে অবশেষে মুখ খুললেন জসপ্রীত বুমরা। যিনি গোটা ঘটনা খুব কাছ থেকে দেখেছিলেন। এক সাক্ষাৎকারে বুমরা বলেছেন, ‘‘সবাই যা ভাবে ভাবুক। আমরা তো জানি, আসল ঘটনা কী ছিল। গোটা দল সেই সময় হার্দিকের পাশেই দাঁড়িয়েছিল।’’ তিনি আরও যোগ করেছেন, ‘‘আমরা একটা পরিবারের মতোই ছিলাম। হার্দিকের সঙ্গে নিয়মিত কথা বলতাম। কিন্তু তার পরেও প্রচুর কথা উঠেছে। আসলে কিছু বিষয় আপনার নিয়ন্ত্রণে নেই।’’
বুমরা আরও জানিয়েছেন, ‘‘আমরা এমন একটা দেশে বাস করি, যেখানে আবেগ একটা বড় ভূমিকা পালন করে। কোনও সিদ্ধান্ত পছন্দ না হলে, সমর্থকরা যে ক্ষোভে ফেটে পড়েন, তার পিছন রয়েছে দলের প্রতি আবেগ। তবে ক্রিকেটার হিসাবে আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে হয়। হার্দিক ওই সময় সেটাই করেছিল।’’ আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচের সময় যেভাবে গ্যালারি থেকে হার্দিককে ক্রমাগত বিদ্রুপ করে যাওয়া হয়েছে, সেই প্রসঙ্গে বুমরার বক্তব্য, ‘‘গ্যালারির বিদ্রুপ সামলে সেরাটা দেওয়া কঠিন। হার্দিক সেই চাপ হাসিমুখে সামলেছে। যেভাবে পরিস্থিতি সামলেছে, তা এককথায় অসাধারণ।’’
আরও পড়ুন-মালদায় ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় মাস্টারমাইন্ড এক বিজেপি নেতা
আবার টি-২০ বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর, সেই ওয়াংখেড়েতেই হার্দিকের নামে জয়ধ্বনি উঠেছিল। বুমরা বলছেন, ‘‘সাফল্যের কোনও বিকল্প নেই। এই ঘটনা তারই প্রমাণ। কঠিন সময়ে ভেঙে না পড়ে ভাল সময়ের জন্য অপেক্ষা করতে হয়।’’ বুমরা জানিয়েছেন, তিনি জাতীয় দলের নেতৃত্ব দিতে আগ্রহী। কিন্তু তার জন্য অনুরোধ করতে পারবেন না। বুমরার বক্তব্য, ‘‘আমি কাউকে গিয়ে বলতে পারব না যে, আমি নেতৃত্ব দিতে চাই। এটা আত্মসম্মানের প্রশ্ন। তবে একটা কথা, বোলারদেরও ক্রিকেট বোধ রয়েছে। তাই বোলার বলে নেতৃত্ব দিতে পারব না, তেমনটা কিন্তু নয়।’’