পাল্লেকেলে, ২৬ জুলাই : আর মাত্র ২৪ ঘণ্টা। তারপর থেকেই ভারতীয় ক্রিকেটে শুরু হবে গৌতম গম্ভীর যুগ! শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ দিয়েই টিম ইন্ডিয়ার কোচের হটসিটে অভিষেক হচ্ছে গম্ভীরের।
রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা অবসর নেওয়ার পর, এই প্রথম কোনও টি-২০ সিরিজ খেলতে নামছে ভারত। তবে এই ফরম্যাটে সূর্যকুমার যাদবরা বিশ্বজয়ী। অন্যদিকে, শ্রীলঙ্কা এবারের বিশ্বকাপে সুপার এইটেও জায়গা করে নিতে পারেনি। পাশাপাশি সিরিজ শুরু হওয়ার আগেই জোড়া ধাক্কায় বেসামাল লঙ্কা শিবির। দুই পেসার দুষ্মন্ত চামিরা ও নুয়ান তুষারা চোটের জন্য ছিটকে গিয়েছেন। এদিকে, ভারতীয় পেসার মহম্মদ সিরাজ প্র্যাকটিসে ডান পায়ে চোট পেয়েছেন। তবে শনিবারের ম্যাচে তিনি খেলবেন বলেই খবর।
আরও পড়ুন-গাছের পরিচর্যা করলেই মিলবে নগদ ২৫ হাজার
ভারতীয় শিবিরের খবর, শনিবার শুভমন গিলের সঙ্গে ওপেন করবেন যশস্বী জয়সওয়াল। তিন নম্বরে ঋষভ পন্থ। চার ও পাঁচে যথাক্রমে অধিনায়ক সূর্য এবং হার্দিক পান্ডিয়া। ছয়ে রিঙ্কু সিং। এই ম্যাচে তিন স্পিনার নিয়ে খেলতে পারে ভারত। ফলে অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও রবি বিষ্ণোইকে মাঠে নামিয়ে দিতে পারেন গম্ভীর। দুই পেসার অর্শদীপ সিং ও সিরাজ।
এদিকে, মাঠের মধ্যে বাড়তি দায়িত্ব নিতে তিনি বরাবরই পছন্দ করেন। জানিয়ে দিলেন সূর্য। সূর্যর বক্তব্য, ‘‘মাঠের ভিতরে বাড়তি দায়িত্ব বরাবরই উপভোগ করেছি। এমনকী, আমি অধিনায়ক না হলেও। এছাড়া বিভিন্ন সময়ে আলাদা আলাদা অধিনায়কদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তাই শ্রীলঙ্কা সিরিজে নেতৃত্ব দিতে পেরে আমি দারুণ খুশি। তবে নেতৃত্ব আমার খেলার ধরনে কোনও প্রভাব ফেলবে না। নিজের সহজাত ব্যাটিংটাই করব।’’ কোচ গৌতম গম্ভীরের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন সূর্য। তিনি বলেন, ‘‘আমাদের সম্পর্কটা খুব স্পেশাল। ২০১৪ সালে ওঁর নেতৃত্বে কেকেআরে খেলেছি। সেবারই আমি প্রথমবার নিজের জাত চেনানোর সুযোগ পেয়েছিলাম। আমাদের সেই সম্পর্ক আগের মতোই শক্তিপোক্ত আছে।’’ সূর্য আরও যোগ করেছেন, ‘‘গোতি ভাই জানেন আমি কীভাবে কাজ করি। প্র্যাকটিস সেশনে আমার মানসিকতা কেমন থাকে, সেটাও উনি জানেন। আমরা একসঙ্গে দলকে এগিয়ে নিতে চাই।’’
আরও পড়ুন-ব্যস্ত সময়ে ফের রবীন্দ্র সরোবর স্টেশনে বিকল মেট্রো, দুর্ভোগ যাত্রীদের
জাতীয় দলের নেতৃত্বের দায়িত্ব পেলেও, সূর্যর পা কিন্তু মাটিতেই রয়েছে। তিনি বলছেন, ‘‘ক্রিকেট আমাকে শিখিয়েছে নম্র হতে। সাফল্য হোক বা ব্যর্থতা, পা যেন মাটিতেই থাকে। মাঠের বিষয় মাঠেই ফেলে এগিয়ে যেতে হয়। কারণ এটা তোমরা জীবন নয়, জীবনের একটা অংশ মাত্র। যদি আপনি ভাল মানুষ হন, তাহলে সবকিছুই ভাল হবে।’’