প্রতিবেদন : চরম ধাক্কা খেলেন স্বেচ্ছাচারী রাজ্যপাল। সুপ্রিম কোর্টে চরম বেকায়দায় পড়লেন রাজ্যপাল বোস। ইচ্ছে করে রাজ্যের বিল আটকে রাখার জন্য রাজভবনকে নোটিশ ধরাল দেশের শীর্ষ আদালত। শুধু রাজ্যপালই নয়, বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রকের জন্যও নোটিশ জারি করেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। একই সঙ্গে কেরল ও তামিলনাড়ুর রাজ্যপালকেও নোটিশ দিয়েছে শীর্ষ আদালত। গায়ের জোরে রাজ্যের একের পর এক বিল আটকে রেখেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
আরও পড়ুন-প্যারিস অলিম্পিকের বর্ণাঢ্য উদ্বোধন, আশঙ্কা কাটিয়ে বিস্ময়
গত কয়েকমাসে প্রচুর বিলে সই করার জন্য রাজভবনে পাঠানো হলেও রাজ্যপাল কোনওটিতেই সম্মতি দেননি। রাজ্য বিধানসভায় যে বিলগুলি পাশ করা হয়, রাজ্যপালের সম্মতি পেলে তবেই তা আইনে পরিণত হতে পারে। কিন্তু রাজ্যপালের স্বেচ্ছাচারিতায় দিনের পর দিন একাধিক বিল আটকে থাকায় ব্যাপক সমস্যায় পড়ছে রাজ্য। এই নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। রাজ্যের সাংবিধানিক প্রধান হওয়ায় রক্ষাকবচ রয়েছে রাজ্যপালের। সেকারণেই সিভি আনন্দ বোসের সচিবের বিরুদ্ধে মামলা দায়ের করে রাজ্য। এদিন সেই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি সাফ জানিয়েছেন, রাজ্যের পাঠানো বিল নানা অছিলায় দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন রাজ্যপাল। এভাবে বিধানসভায় পাশ হওয়া বিল রাজভবন ফেলে রাখতে পারে না। এরপরই রাজ্যপাল বোসের জবাব চেয়ে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। পাশাপাশি, কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান ও স্বরাষ্ট্রমন্ত্রককেও নোটিশ পাঠিয়েছে সর্বোচ্চ আদালত। এর আগে তামিলনাডুর রাজ্যপাল আর এন রবির বিল আটকে রাখা নিয়ে মামলার শুনানিতে শীর্ষ আদালত সাফ জানিয়েছিল, নির্বাচিত সরকারের কোনও বিল ইচ্ছাকৃতভাবে আটকে রাখার কোনও এক্তিয়ার নেই রাজ্যপালের। হয় সেই বিল তিনি সরাসরি রাষ্ট্রপতির কাছে পাঠাবেন, না হলে বিল পরিমার্জনের পরামর্শ দিয়ে ফের রাজ্য মন্ত্রিসভায় ফেরত পাঠাবেন।