প্রয়াত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, গত সপ্তাহে বিশ্বনাথ চৌধুরীর অসুস্থতার খবর পেয়ে মুখ্যমন্ত্রী নিজে এসএসকেএমের সুপারের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

Must read

দীর্ঘদিন ধরে ক্যানসারে (Cancer) আক্রান্ত থাকার পর অবশেষে শনিবার সকাল পৌনে ৭টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী (Biswanath Chowdhury)।  বহুদিন ধরেই বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তবে সেটা খরচ সাপেক্ষ বলে পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী। চিকিৎসা শুরু হয় এসএসকেএম হাসপাতালে। আজ সেখানেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। বিশ্বনাথ চৌধুরীর মৃ্ত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাজ্যের সমস্ত সরকারি দফতরে অর্ধদিবস ছুটির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-কুপওয়ারায় সেনা ও জঙ্গির লড়াইয়ে আহত কমপক্ষে ৩ জওয়ান, মৃ.ত ১

এদিন নিজের সোশ্যাল হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,”রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর প্রয়াণে আমি দু:খিত। উনি আমার বিরোধী রাজনীতি করলেও, আমাদের সম্পর্ক খুব ভালো ছিল। ওঁনার অসুস্থতার খবর পেয়ে আমরা ওঁনাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। কিন্তু কোনো প্রচেষ্টাই কাজে এলো না। এই দু:খের দিনে আমি ওঁনার পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, সহকর্মীদের আমার আন্তরিক সহমর্মিতা জানাই। প্রাক্তন মন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রাজ্য সরকারী যে যে অফিস, কর্পোরেশন ইত্যাদি খোলা ররেছে সেখানে অর্ধদিবস ছুটি থাকবে।”

আরও পড়ুন-প্রকৃতি সংরক্ষণে নারী

প্রসঙ্গত, গত সপ্তাহে বিশ্বনাথ চৌধুরীর অসুস্থতার খবর পেয়ে মুখ্যমন্ত্রী নিজে এসএসকেএমের সুপারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ১৬ জুলাই এসএসকেএমে ভর্তি করানো হয় তাঁকে। মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসার বন্দোবস্ত করেন। সেখানেই আজ, শনিবার সকালে মৃত্যু হয়েছে তাঁর।

 

Latest article