আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস। নিম্নচাপের জেরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের ৫ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন- আর বৈঠকে অংশগ্রহণ করবেন না, নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট মুখ্যমন্ত্রীর
আগামী ৭ দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি (Rain) হবে বলে হাওয়া অফিস জানিয়েছে। আগামিকাল রবিবার বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। তবে সোমবার থেকে রাজ্যের একাধিক জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টি হলেও কলকাতা অস্বস্তি বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
পশ্চিমবঙ্গের পাশাপাশি মধ্য মহারাষ্ট্র, রাজস্থান, কঙ্কন এবং গোয়াতেও বৃষ্টির পূর্বাভাস। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরাখণ্ড, কর্নাটক ও গুজরাতে।