হাসপাতালে ভাইকে দেখতে গিয়ে আক্রান্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট! ঘটনায় চাঞ্চল্য

Must read

হাসপাতালে অসুস্থ ভাইকে দেখতে গিয়ে আকান্ত হলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট (Deputy Magistrate)। হাসপাতালের ভিতরে খাবার নিয়ে ঢোকায় অশান্তি শুরু হয়। নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, বচসা চলাকালীন নিরাপত্তাকর্মীরই মারে ডেপুটি ম্যাজিস্ট্রেটের মুখ ফেটে রক্তারক্তি কাণ্ড ঘটে কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আটক করা হয়েছে দুই নিরাপত্তারক্ষীকে।

আক্রান্ত সুশান্তকুমার বালা ডেপুটি ম্যাজিস্ট্রেট (Deputy Magistrate) হিসেবে বিধাননগরে কর্মরত। শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে কল্যাণীর গান্ধী মোমোরিয়াল হাসপাতালে ভর্তি হন তেহট্টের বাসিন্দা অখিলচন্দ্র বালা। অসুস্থতার খবর পেয়ে শনিবার দুপুরে তাঁকে দেখতে আসেন তাঁর দাদা সুশান্তবাবু। হাসপাতালে ঢুকতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। তারপরই নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। অভিযোগ, সেই সময় নিরাপত্তারক্ষীরা তাঁদের উপর চড়াও হন। চলতে থাকে ঘুষি, লাথি। বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে ওই হাসপাতালের সিকিউরিটিদের বিরুদ্ধে।

আরও পড়ুন-পরপর দু’দিন শিয়ালদহ ডিভিশনে বাতিল ৩২টি লোকাল! ভোগান্তি যাত্রীদের

এপ্রসঙ্গে গান্ধী মেমোরিয়াল হাসপাতালের মেডিক্যাল সুপার আশিস মৈত্র বলেন, “নিরাপত্তা কর্মীরা সকলে এক্স সার্ভিস ম্যান। ওদের বলাই আছে ভিজিটিং আওয়ার্সের বাইরে কাউকে ভিতরে ঢুকতে না দিতে। সেই নির্দেশই পালন করছিল ওরা। তবে যা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক।”

Latest article