নজিরবিহীন নিরাপত্তায় গ্যাংস্টার সুবোধ সিংকে নিয়ে বারাকপুরে

Must read

প্রতিবেদন : আবারও পুলিশি হেফাজত কুখ্যাত গ্যাংস্টার সুবোধের। শনিবার সুবোধ সিংকে বারাকপুর আদালতে তোলা হলে আরও ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এদিন সাতদিনের পুলিশ হেফাজত শেষে ফের আদালতে পেশ করা হয় ওই কুখ্যাত দুষ্কৃতীকে। বেলঘরিয়া থানা থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে নিয়ে আসা হয় সুবোধকে। আদালত চত্বরে ছিল কড়া নিরাপত্তায় বেষ্টনী। মোতায়েন ছিলেন অতিরিক্ত নগরপাল-সহ রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ছিল রাপিড অ্যাকশন ফোর্সও। এমনকী নিরাপত্তার কথা মাথায় রেখে সুবোধকে মাথায় হেলমেট পরিয়ে আদালতে হাজির করানো হয়।
গত কয়েক বছর ধরে রাজ্যের বেশ কয়েকটি সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এই সুবোধ সিং। বিহারের জেলে বসেই রাজ্যের বিভিন্ন জেলায় দুষ্কৃতীচক্র চালাচ্ছিল সুবোধ। ফোনে-ফোনেই চলত অপকর্ম নিয়ন্ত্রণ। সম্প্রতি বারাকপুরের ব্যবসায়ী অজয় মণ্ডলকে হুমকি ও তাঁর গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালাতেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের পাকড়াও করে জেরা করতেই উঠে আসে সুবোধ-যোগ। তারপরই বিশেষ অভিযান চালিয়ে বিহারের জেল থেকে রাতারাতি সুবোধকে ধরে রাজ্যে নিয়ে আসে সিআইডি।

আরও পড়ুন- ফেডারেশনকে ভুল বুঝবেন না, বৈঠক শেষে বললেন স্বরূপ

Latest article