‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-রাখতে হবে মনের খবর
প্রজাপতির সংসার
তরাই-ডুয়ার্স ভরে রয়েছে
প্রকৃতির বিচিত্র খেলা
রামধনু রঙের বাহারে দেখা যায়
প্রজাপতি সাথী তারে মেলা।
হরেক রকম-রুংসুরুল-সোনাখঞ্জর
অরুণ-জিজি-মেঘা
রুরু-চন্দ্রা-ফিকতন্দ্রা-চৈতক
খাগড়া-ছোরি-রঙে রসে রাখা।
বুটিখঞ্জর-চৈতক-জলঙ্গি
তিলসিঞ্জি ও জলপান্না,
নীল মৌরাস-তিতি মৌরান
প্রজাপতি বাহারে মেঘনা,
নীলাঞ্জির-বনকাশিম-আনতি
লালমল্লার-কুলকি-তুয়া
নির নিহার-রতম তিন্নি
সাজ সুন্দরে আহা।
তুরা-হিমলকুচি-ছিটমৌল
বিন্ডি কুশ-শেতলকুচি
আরো আছে রেশমরাজ-তুরান
শালি-তুরান ও বনরঞ্জি।
বিন্দিখয়ের-কালামাখি-আঁকন
জংলাবিরা-করঞ্জিয়া
ভল্লা-হলদিবাতাস-হরিণছড়া
সোনাল-সরিন সব পূজ্যায়া।
আলকুসুম-ধূলামঞ্জি-সুরমা
কুচিকঙ্কা হরতানি
বনকুচিলা-পিপুলকাখি সারিন
ঝিলম ও দুধজিরানি
বুটি রাংচিতি-চিতি সারেং
নীলঘুঙ্গি-ফিতে ফুলকি
ডহর লোচন-ডুরে রিমনি
বনকমলি-ঝালরের ভেলকি।।
বনমন্দিরের-বনবিতানের ভেলায়
প্রজাপতিদের সাজানো সংসার
যতই দেখি, ততই জানি,
শেষ হয় না সংখ্যাগোনার।
প্রকৃতির এই বিচিত্র মেলার
গাছের পাতার প্রজাপতি
রঙে-রঙে-রঙসমুদ্র
সুন্দরী-শাশ্বতী।।