রেল দুর্ঘটনা এখন আর নতুন করে অবাক করছে না যাত্রীদের। নির্দ্বিধায় বলা যায় যাত্রী সুরক্ষা একপ্রকার শিঁকেয় উঠেছে। এবার দুর্ঘটনার কবলে পড়ল বিহারের (Bihar) দ্বারভাঙা থেকে নয়াদিল্লিগামী সম্পর্কক্রান্তি এক্সপ্রেস (Sampark Kranti Express)। চলন্ত অবস্থায় কাপলিং ছিঁড়ে গিয়ে বিপত্তি। নিমেষের মধ্যেই ট্রেনটি দু’টি অংশে ভাগ হয়ে যায়। আজ, সোমবার বিহারের সমস্তিপুর-মুজফ্ফরপুর রেল ডিভিশনের পুসা স্টেশনের কাছে এমন ঘটনা ঘটেছে। খবর পেয়ে সোনপুর থেকে রেলের কর্তারা ঘটনাস্থলে পৌঁছন। ট্রেনটিকে পুলা স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। ট্রেন দাঁড়িয়ে পড়তেই আতঙ্কিত অনেক যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।
আরও পড়ুন-বিজেপির বাংলা ভাগের চক্রান্ত ভোটের পরেই! বিধানসভায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কোচের সঙ্গে ইঞ্জিনের সংযোগকারী কাপলিং ছিঁড়ে গিয়েছে যার ফলে ট্রেনটি দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে। আধ ঘণ্টার মধ্যেই ট্রেনটিকে আবার ইঞ্জিনের সঙ্গে জুড়ে নয়া দিল্লির দিকে রওনা করিয়ে দেওয়া হয়। ঘটনার সময় ট্রেন ম্যানেজার বিষয়টি বুঝতে পেরে চালকের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তার মধ্যেই ইঞ্জিনের সঙ্গে থাকা বগিগুলিকে নিয়ে ট্রেনটি বেশ কিছুটা দূরে চলে গিয়েছিল। সতর্কবার্তা পেয়ে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন চালক। বিষয়টি জানতে পেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায়। রেল সূত্রে জানা গিয়েছে চালক টেরই পাননি কখন ট্রেনের কাপলিং ছিঁড়ে কিছু বগি আলাদা হয়ে গিয়েছে। এই ঘটনার ফলে ওই রুটে ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে চালক বুঝতেই পারল না এতো বড় ঘটনা সেই নিয়েও চলবে তদন্ত।