প্যারিস, ২৯ জুলাই: বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ করে ভারতীয় দলের কোচের দায়িত্ব ছেড়েছেন। বিশ্রামের সময়টাতে রাহুল দ্রাবিড় চলে গিয়েছেন অলিম্পিকের শহর প্যারিসে। রবিবার রাতে রোহন বোপান্না ও শ্রীরাম বালাজির ডাবলস ম্যাচ গ্যালারিতে বসে দেখেছেন। এর ফাঁকেই ‘অলিম্পিকে ক্রিকেট’ শীর্ষক একটি টক শো-তে যোগ দিয়ে দ্রাবিড় জানিয়েছেন, ২০২৮ লস অ্যাঞ্জেলেস গেমসে ক্রিকেট অন্তর্ভুক্তির খবরে মানুষ খুশি হয়েছেন। অলিম্পিকে খেলার জন্য এখন থেকেই মুখিয়ে তরুণ ক্রিকেটাররা।
আরও পড়ুন-কেন্দ্রের সঙ্গে দেখা করবে দল
দ্রাবিড় বলেছেন, ‘‘আমি ড্রেসিংরুমে অনেক আলোচনা শুনেছি। ছেলেরা ২০২৮ অলিম্পিক নিয়ে কথা বলছে। ওরা খুশি ক্রিকেট অলিম্পিকের অংশ হওয়ায়। মানুষ ২০২৬ টি-২০ বিশ্বকাপ এবং ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের কথা যেমন বলছে। তাঁদের মুখে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের কথাও।’’ যোগ করেন, ‘‘অলিম্পিকের পরিবেশের অংশ হতে পারা যে কোনও খেলোয়াড়ের কাছেই স্বপ্নপূরণের মতো। ক্রিকেটাররাও চায় সোনার পদক জিততে, পোডিয়ামে দাঁড়াতে এবং গেমস ভিলেজের অংশ হতে। আমি নিশ্চিত লস অ্যাঞ্জেলেস গেমস যত এগিয়ে আসবে, ছেলেরা নিজেদের সেরাটা দিয়ে মরিয়া লড়াইয়ের জন্য তৈরি হবে। আশা করি, ভারতের ছেলে ও মেয়েদের দল সোনা জিতবে।’’
আরও পড়ুন-লজ্জা নেই! ভোটে হেরে ওরা বাংলা ভাগের চক্রান্ত করছে, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
এবারের টি-২০ বিশ্বকাপে আমেরিকা পর্ব নিয়ে নানা বিতর্ক হয়েছে। বিশেষ করে ভারতের ম্যাচের সময়সূচি নিয়ে। দ্রাবিড় অবশ্য সূচিকে সমর্থন করেছেন। বলেছেন, ‘‘ক্রিকেটের প্রচার, প্রসারের জন্য কিছু সমঝোতা করতে হয়। বিশ্বকাপে সকাল সাড়ে দশটায় ম্যাচ খেলতে হয়েছে বলে আমার কোনও সমস্যা হয়নি। বিনোদন ব্যবসায় দর্শকদের কথাও ভাবতে হয়। তাছাড়া রাতের ম্যাচে শিশির পড়লে টস খুব বড় ফ্যাক্টর হয়ে যায়। তাই সকালে ম্যাচ হলে দুটো দলের জন্যই ভাল হয়।’’