প্রতিবেদন: দিল্লি, লখনও বিমানবন্দর-সহ দেশে বিভিন্ন বিমানবন্দরের ছাদের দুরবস্থার কথা সংসদে তুলে ধরলেন রাজ্যসভায় তৃণমূলের প্রবীণ সাংসদ জহর সরকার। প্রশ্ন তুললেন রাজকোট, লখনউ ও গুয়াহাটির বিমানবন্দরের বেসরকারীকরণের যদি কোনও সুফল না পাওয়া যায়, তাহলে তার দায়িত্ব কি অস্বীকার করতে পারে কেন্দ্র? জবলপুর, দিল্লি, রাজকোট, লখনও, গোয়ালিয়র এবং গুয়াহাটি বিমানবন্দরের ছাদ ফেটে গিয়ে, ফুটো হয়ে গিয়ে বর্ষায় কীভাবে জল লিক করে তা বুঝিয়ে বলেন জহরবাবু।
আরও পড়ুন-শিক্ষার দায়িত্বে আসুন শিক্ষিতরাই: ডেরেক
প্রশ্ন তোলেন, এবছরে কেন এই বিপত্তি বারবার ঘটে চলেছে? কেন্দ্র কি করছে? অত্যন্ত নিম্নমানের কয়লা আমদানি করে তামিলনাড়ুতে কেন তা চড়া দামে সরবরাহ করেছেন আদানিরা, সেই প্রশ্নও তোলেন সাংসদ জহর সরকার। অত্যন্ত বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ইডি কেন চূড়ান্ত চার্জশিট পেশ করছে না? অর্থমন্ত্রীই বা বিষয়টি এড়িয়ে চলছেন কেন?