প্রতিবেদন : কখনও রোদ, কখনও বৃষ্টি। বেশ কয়েকদিন ধরে আবহাওয়া পরিস্থতি এমনটাই। সঙ্গে রয়েছে ভ্যাপসা গরমও। তবে সোমবার ভোরের দিকে কিছুটা বৃষ্টি হলেও বেলা বাড়তেই কড়া রোদ। আবহাওয়ার পূর্বাভাস, দক্ষিণের পাঁচ জেলায় বৃষ্টি হবে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির সতর্কতা জারি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সতর্কতা বজ্রপাতেরও। সপ্তাহ জুড়ে দক্ষিণে এবং উত্তরে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণের কয়েক জেলাতে।
আরও পড়ুন-কেন্দ্রের তোয়াক্কা না করেই বাঁধ নির্মাণ ও নদী সংস্কারের উদ্যোগ, বন্যা মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ
প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল, মঙ্গলবার থেকে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে। বুধ ও বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের জেলাগুলিতে। সপ্তাহের মাঝামাঝি বৃষ্টি বাড়তে পারে কলকাতাতে। আপাতত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি ছিলই। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৫ সেলসিয়াস বেশি।