প্রতিবেদন : বাংলায় ফের নতুন করে বিনিয়োগ (investment) করতে চলেছে আদিত্য বিড়লা গ্রুপ। এবার তাঁদের লক্ষ্য রাজ্যে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা। মঙ্গলবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে নতুন বিনিয়োগ প্রস্তাব দিয়েছেন কুমার মঙ্গলম বিড়লা। একথা তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছে মুখ্যমন্ত্রী নিজেই। তিনি লিখেছেন, এটা সৌজন্য-সাক্ষাৎ হলেও কুমার মঙ্গলম বিড়লার সঙ্গে বাংলায় বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। তাঁরা এ-রাজ্যে আরও নতুন ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী।
আরও পড়ুন-সংসদে অর্থমন্ত্রীকে তোপ অভিষেকের, বকেয়া মিথ্যাচার বন্ধ করুন, শ্বেতপত্র দিন
মুখ্যমন্ত্রীর সংযোজন, ইতিমধ্যেই পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের বিনিয়োগ হয়ে রয়েছে। এর মধ্যে রয়েছে সিমেন্ট, রঙের কারখানাও। সেই সঙ্গে এ-রাজ্যে আরও বিভিন্ন ক্ষেত্রে তাঁরা বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছেন।
বাংলায় বিনিয়োগ আনতে চেষ্টার ত্রুটি রাখেননি মুখ্যমন্ত্রী। তাঁর শুরু করা শিল্প সম্মেলন (বিজিবিএস) এই মুহূর্তে দেশের অন্যতম সেরা শিল্প সম্মেলন। বাংলা এখন দেশ-বিদেশের শিল্পপতিদের বিনিয়োগের গন্তব্যস্থল। বন্ধ্যাত্ব ঘুচিয়ে বাংলার শিল্পকে ঘুরে দাঁড় করিয়েছেন মুখ্যমন্ত্রী। বিনিয়োগ আনার লক্ষ্যে বিদেশেও গিয়েছেন। তাঁর হাত ধরে বাংলায় শিল্পবান্ধব পরিবেশ তৈরি হয়েছে। শিল্পের পথ সুগম করতে রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছেন তিনি। বাম আমলের দুর্নাম ঘুচিয়ে বাংলা এখন ‘বাণিজ্যে বসতে লক্ষ্মী’ রাজ্য।