সময়ের সঙ্গে বদলাচ্ছে অপরাধ বা অঘটনের সঙ্গে লড়াই করার পদ্ধতি। যেকোন রকম অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেই কর্মক্ষেত্রে বা তদন্তে বেশ কিছু সময়ে পুলিশকে (police) বেগ পেতে হচ্ছে। রাজ্যের অনেক জায়গায় উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের মৃতদেহ শনাক্ত না হয়ে মর্গে পড়ে থাকে। যেগুলি একটা নির্দিষ্ট সময়ের পরে বেওয়ারিশ হিসেবে সৎকার হয়। ওই অজ্ঞাতপরিচয় দেহগুলি শনাক্তকরণের পথ সহজ করতেই রাজ্য পুলিশ এ বার চালু করেছে ‘অস্বাভাবিক মৃত্যু অ্যাপ’। এবার থেকে যেকোন ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হলে তাঁর ছবি-সহ বিস্তারিত তথ্য ওই অ্যাপে আপলোড করতে হবে। সেখান থেকেই নিখোঁজ ব্যক্তির পরিবার বা পুলিশ সেগুলি শনাক্ত করতে পারবে।
আরও পড়ুন-সুপার ওভারে জয় ভারতের
সূত্রের খবর, অ্যাপটি তৈরি হয়েছে সিআইডির তত্ত্বাবধানে । রাজ্যের প্রতিটি থানাগুলিকে দেওয়া হয়েছে একটি করে ট্যাব। সংশ্লিষ্ট থানা এলাকায় কোন রকম অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলে ছবি-সহ সমস্ত তথ্য সেখানে আপলোড করে দিচ্ছেন পুলিশকর্মীরা। এর ফলে মৃত ব্যক্তির বিবরণ খুব সহজেই পরিবারের তরফেও দেখা যাবে। শুধু তাই নয়, দেহ উদ্ধারের পর তাড়াতাড়ি নিখোঁজ ব্যক্তিদের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখে জেনে নেওয়া যাবে মিলছে কিনা। পরিবারের তরফে যারা থানায় ডায়েরি করেছেন, তাঁরাও মৃত ব্যক্তির ছবি দেখার সুযোগ পাবেন।
আরও পড়ুন-নবান্নে আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান, রাজ্যে আরও বিনিয়োগ, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক
জানা গিয়েছে, প্রতিটি থানায় এক জন করে অফিসারকে ওই অ্যাপটি পরিচালনা করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কোথাও কোনও অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলে অফিসার সেখানে পৌঁছে মৃতদেহের ছবি তুলে অ্যাপে আপলোড করছেন। মৃতের পরিচয় জানা থাকলে সেটিও আপলোড করা হচ্ছে। কোন থানা এলাকায় ঘটনাটি ঘটেছে, কোথায় ময়নাতদন্ত হচ্ছে সেই তথ্যও দেওয়া থাকবে। পুলিশের তরফে বলা হচ্ছে এই সুবিধার ফলে আশা করা যায় যেকোন রকম অপ্রীতিকর ঘটনা সহজেই এড়ানো যাবে।