কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবায় বড়সড় পরিবর্তন

৫ অগস্ট থেকে শনিবার করে ‘অরেঞ্জ’ লাইনে মেট্রো চলবে। সেদিনও এই লাইনে ৭৪টি পরিষেবা দেবে মেট্রো রেল কর্তৃপক্ষ।

Must read

কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) (Ruby) স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবায় আসছে পরিবর্তন। ‘অরেঞ্জ’ লাইনে পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সময়সূচিরও পরিবর্তন করা হচ্ছে। প্রথম এবং শেষ মেট্রোর সময় বদল করা হচ্ছে। নয়া নিয়ম অনুযায়ী, সপ্তাহে ছ’দিন পরিষেবা পাওয়া যাবে এই লাইনে। আগে ৫ দিন এই পরিষেবা দেওয়া হত। মঙ্গলবার মেট্রো কর্তৃপক্ষ জানায় আগে ‘অরেঞ্জ’ লাইনে আপ এবং ডাউন মিলিয়ে ৪৮ বার পরিষেবা দেওয়া হত। ৫ অগস্ট থেকে সেই সংখ্যা বেড়ে আপ এবং ডাউন ৩৭টি করে মোট ৭৪টি পরিষেবা দেওয়া হবে। দু’টি ট্রেনের সময়ের ব্যবধান অনেকটাই কমে যাবে।

আরও পড়ুন-‘অস্বাভাবিক মৃত্যু অ্যাপ’ চালু করল রাজ্য পুলিশ

কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত দু’দিক থেকেই প্রথম মেট্রো ছাড়ত সকাল ৯টায়। ৫ অগস্ট থেকে প্রথম মেট্রো দু’দিক থেকেই সকাল ৮টার সময় ছাড়বে। শেষ মেট্রো থাকবে রাত ৮টায়। যদিও এখনও পর্যন্ত বিকেল ৪টে ৪০ মিনিটে ওই লাইনে শেষ মেট্রো ছাড়ত। ৫ অগস্ট থেকে শনিবার করে ‘অরেঞ্জ’ লাইনে মেট্রো চলবে। সেদিনও এই লাইনে ৭৪টি পরিষেবা দেবে মেট্রো রেল কর্তৃপক্ষ। যদিও রবিবার ‘অরেঞ্জ’ লাইনে মেট্রো পরিষেবা বন্ধ থাকা নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নেওয়া হয় নি।

Latest article