প্রতিবেদন : গত ৬ জুন এই মাঠেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন। মাস দেড়েক পর ফের যুবভারতীতে বল পায়ে নামলেন সুনীল ছেত্রী। এবার অবশ্য বেঙ্গালুরু (Bengaluru) এফসির জার্সিতে। আর প্রিয় মাঠে প্রত্যাবর্তনের মুহূর্তটাকে স্মরণীয় করে রাখলেন একটি গোল এবং একটি অ্যাসিস্ট করে।
বুধবার ইন্ডিয়ান নেভিকে ৪-০ গোলে হারিয়ে ডুরান্ড অভিযান শুরু করল বেঙ্গালুরু (Bengaluru)। ১১ মিনিটেই রাহুল ভেকের গোলে এগিয়ে গিয়েছিল বেঙ্গালুরু। সুনীলকে শুরু থেকে খেলাননি বেঙ্গালুরু কোচ। তিনি মাঠে নামেন ৩৯ মিনিটে। আর মাঠে নামার মিনিট দুয়েকের মধ্যেই পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন সুনীল। ততক্ষণে আবার ডিফেন্ডার নভজোৎ লাল কার্ড দেখায়, নেভি ১০ জনে হয়ে গিয়েছে।
দ্বিতীয়ার্ধে বিপক্ষের উপর আরও দু’টি গোল চাপিয়ে দেন সুনীলরা। ৮১ মিনিটে সুনীলের মাপা ক্রসে মাথা ছুঁইয়ে ৩-০ করেন পিয়েরে দিয়াজ। এরপর ৯০ মিনিটে ফের গোল করে দলের ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন দিয়াজ।
আরও পড়ুন-কোয়ার্টার ফাইনালে উঠলেন জকোভিজ