ট্রেন লেট, রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন যাত্রীরা

Must read

প্রতিবেদন : নিত্যদিন দেরিতে চলে ট্রেন (Train)। গন্তব্যে পৌঁছতে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। বারবার আবেদন-নিবেদন করে কাজ না হওয়ায় রেলের বিরুদ্ধে এবার বিক্ষোভে ফেটে পড়লেন নিত্যযাত্রীরা। বুধবার সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে ট্রেন (Train) লাইনে অবরোধ করে বিক্ষোভ শামিল হন তাঁরা। তাঁদের দাবি, অবিলম্বে সময়মতো ট্রেন চালাতে হবে।
ডায়মন্ডহারবার-শিয়ালদহ শাখায় সময় মেনে ট্রেন চলাচল করে না। যে-কারণে প্রতিনিয়ত কাজের জায়গায় ব্যাঘাত ঘটে। গন্তব্যে পৌঁছতে হয়রানির শিকার হতে হয় যাত্রীদের, এবার এই সমস্যা থেকে মুক্তি চাই। নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ এদিন বিক্ষোভে শামিল হয়ে রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এদিন ডায়মন্ড হারবারের পাশাপাশি মগরাহাটেও অবরোধ হয়। তার ফলে প্রায় পাঁচ ঘণ্টারও বেশি সমস্ত ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে রেল প্রশাসন এবং স্থানীয় পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় অবরোধকারীদের বোঝানো হয়। রেলের আধিকারিকরা প্রতিশ্রুতি দেওয়ার পর সকাল সাড়ে দশটায় প্রথম ট্রেন ছাড়ে ডায়মন্ড হারবার থেকে।

আরও পড়ুন-জলের অপচয় রুখতে কড়া আইন, বিধানসভায় ঘোষণা মন্ত্রী পুলক রায়ের

Latest article