উত্তর দেওয়ার সাহস নেই সীতারামণের

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল।

Must read

প্রতিবেদন: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল। তাঁর মন্তব্য, বুধবার রাজ্যসভায় কাপুরুষোচিত আচরণ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এদিন জেট বিতর্কে রাজ্যসভায় জবাবি ভাষণ দেন সীতারামণ। সাকেত গোখেল স্পষ্ট জানতে চান, বাংলার বঞ্চনার বিষয়ে শ্বেতপত্র প্রকাশের যে দাবি জানিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেব্যাপারে কী করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

আরও পড়ুন-ভুল প্রেসক্রিপশন লিখছেন ৪৫ শতাংশ চিকিৎসক

২০২১ এর বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির শোচনীয় পরাজয়ের পরে রাজ্যের পাওনা একটি টাকাও কেন্দ্র দেয়নি বলে স্পষ্ট জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর চ্যালেঞ্জ, এ বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্র। রাজ্যসভায় সাকেতের প্রশ্নের উত্তরে কিন্তু কিছুই বলতে পারেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। শুধুই চুপ করে বসেছিলেন। বাংলাকে বেআইনিভাবে বঞ্চনার প্রমাণ এটাই। সাকেতের মন্তব্য, উত্তর দেওয়ার সাহস পর্যন্ত নেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। তাঁর প্রশ্ন, মোদির সরকারের যদি কিছুই লুকানোর না থাকে তা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জকে তারা এত ভয় পাচ্ছে কেন কেন্দ্র? এদিনের উল্লেখপর্বে আরও দু’টি বিষয় উত্থাপন করেন গোখেল। বাংলা এবং কেরলকে কেন্দ্রের বন্যাত্রাণ তহবিলের তালিকায় যুক্ত করা হবে কিনা তা জানতে চান। সেইসঙ্গে দাবি জানান, কেরলের দুর্গত এলাকা আকাশপথে পরিদর্শন করুন প্রধানমন্ত্রী।

Latest article