বছর ঘোরেনি তার মধ্যেই দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবিলা করতে ব্যর্থ নয়া সংসদ ভবন। দিল্লিতে (Delhi) ভারী বৃষ্টির ফলে ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা। বুধবার সন্ধ্যা থেকে ভারী বৃষ্টিতে দিল্লি একপ্রকার জলের তলায়। এদিন বৃষ্টি শুরুর প্রথম এক ঘণ্টাতেই বেশ কয়েকটি জায়গায় ৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছিল। বিমান চলাচলও ব্যাহত হয়েছে। সূত্রের খবর বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৮টার মধ্যে ৭৯.২ মিলিমিটার বৃষ্টি হয়। সাড়ে ৮টার পর বৃষ্টি কিছুটা কমলেও রাত আড়াইটে থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে।
আরও পড়ুন-ইস্টবেঙ্গলে হেক্টর, আজ সৌরভ-শামিকে সম্মান
এই ভারী বৃষ্টির জেরে এবার নবনির্মিত সংসদভবনের ছাদ থেকেও জল চুঁইয়ে পড়ল। একটি ভিডিও ভাইরাল হওয়াতে দেখা গিয়েছে বৃষ্টির জলের জন্যে বালতি এনে পরিস্থিতি সামাল দিচ্ছে সংসদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীরা। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কংগ্রেসের সাংসদ মণিকম ট্যাগোর। তিনি এই ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘বাইরে পেপার লিক হচ্ছে আর ভিতরে জল লিক করছে।’
প্রসঙ্গত, যে লবি রাষ্ট্রপতি ব্যবহার করেন, সেখানে এভাবে জল চুঁইয়ে পড়ছে ছাদ থেকে। স্বাভাবিকভাবেই স্পষ্ট হয়ে যাচ্ছে সাংসদ ভবনে এমন আবহাওয়া মোকাবিলা করার যথেষ্ট পরিকাঠামো নেই। তামিলনাড়ুর সাংসদ মণিকম ঠাকুর দাবি জানান সংসদ ভবনের এই অবস্থায় সব দলের সাংসদদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা উচিত এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।