২০২৪ প্যারিস অলিম্পিক্সে (Swapnil Kusale) শুটিং-এ জয় জয়কার ভারতের। এদিন অলিম্পক্সে ফের পদক জয় ভারতের। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ পদক জয় ভারতের স্বপ্নিল কুসালের। এই নিয়ে অলিম্পিক্সে তিনটি পদকই এল শুটিং থেকে। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ পদক জয় করে ইতিহাস তৈরি করলেন স্বপ্নিল। এরপরই শুভেচ্ছায় ভাসতে শুরু করেন ভারতীয় শুটার। স্বপ্নিলকে শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “প্যারিস অলিম্পিক্সে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ সহ ভারতকে তৃতীয় পদক জেতার জন্য স্বপ্নিল কুসালেকে আন্তরিক অভিনন্দন। এই পদক সত্যিই গর্বের। যা আগামিকে অনুপ্রাণিত করবে । তোমার এই অসাধারণ কৃতিত্বের জন্য গোটা দেশ গর্বিত।”
আরও পড়ুন- কোটি কোটি টাকার GST ফাঁকির অভিযোগ ইনফোসিসের বিরুদ্ধে! সংস্থাকে ধরালো নোটিশ
বৃহস্পতিবার স্বপ্নিল নেমেছিলেন পুরুষদের ৫০ মিটার এয়ার রাইফেলের থ্রি পোজিশনসের ফাইনালে। সেখানে তিনি স্কোর করেন ৪৫১.৪ পয়েন্ট। এই ইভেন্টে সোনা জয় চিনের লিউ ইউকুনের। রুপো জয় ইউক্রেনের কুলিশ সেরহির। এদিন ফাইনালের শুরুটা খুব একটা ভালও হয়নি স্বপ্নিলের। প্রথমে ছিল ‘নিলিং’, অর্থাৎ হাঁটু মুড়ে বসে শুটিং। সেখানে প্রথম সিরিজে (পাঁচটি শট) ৫০.৮ স্কোর করেন তিনি। শুরুতেই নেমে যান সাতে। পরের সিরিজে স্কোর হয় আর একটু ভাল, ৫০.৯। তৃতীয় সিরিজে অনেকটা এগিয়ে ৫১.৬ স্কোর করেন। উপুড় হয়ে শুয়ে দ্বিতীয় পোজিশনের প্রথম সিরিজে ভাল স্কোর করেন স্বপ্নিল। উঠে আসেন পাঁচ নম্বরে। দাঁড়িয়ে তৃতীয় পোজিশনের ৩৫ শটের শেষে চার নম্বরে উঠে আসেন স্বপ্নিল (Swapnil Kusale)।
ভারতীয় শুটার স্বপ্নিল জানালেন, ঠাণ্ডা মাথায় প্রতিটি শট মেরেছেন। তাতেই মিলেছে সাফল্য। চোখের সামনে শিষ্যের সাফল্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি গগন নারাং।